কাবির হোসেন, স্পোর্টস ডেস্ক:
লিডস টেস্টের প্রথম দিন প্রথম ইনিংসে ভারত ৭৮ রানে অলআউট হওয়ার পর ইংল্যান্ড দিনের শেষে বিনা উইকেটে ১২০ রান তোলে।ফলে ইতিমধ্যেই ইংল্যান্ড ৪২ রানে এগিয়ে।
টসে জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ভারতীয় দল। লাঞ্চের আগে ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ।মূলত জেমস অ্যান্ডারসন ৬ রানে ৩ উইকেট ও অলি রবিনসন অজিঙ্কা রাহানেকে ১৮ফিরিয়ে দেন। লাঞ্চের পর ইংল্যান্ডের বোলিংয়ের চাপের মুখে একের পর এক উইকেট হারাতে থাকে।মাত্র দুঊজন ব্যাটসম্যান -রোহিত শর্মা(১৯) ও অজিঙ্কে রাহানে (১৮) ছাড়া কোন ভারতীয় দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।অতিরিক্ত রান ১৬ স্কোরেবোর্ড যোগ হয়। ম্যাচের ৩৭তম ওভারে ক্রেগ ওভারটন রোহিত শর্মা কে (১৯ ) এবং পরের বলে মোহাম্মদ সামিকে ০ রানে ফিরিয়ে দেন । সাম কারান ৩৮ তম ওভারে পরপর দুই বলে রবীন্দ্র জাদেজা (৪) ও জস্প্রীত বুমরাহকে(০) সাজঘরে ফেরত পাঠান ।মাত্র ১১রানে শেষ ৬ উইকেট হারায় ভারত।ভারত মাত্র ৪০ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৮ রান করে।ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচে এটা তৃতীয় সর্বনিম্ন স্কোর ভারতের। এর আগে ১৯৭৪ সালে লর্ডসে ৪২রান ,১৯৫২সালে ম্যানচেস্টারে ৪৮ রানে অলআউট হয়ে যায় ভারত। ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন ও ক্রেগ ওভারটন ৩টি করে এবং সাম কারান ও ওলী রবিনসন ২টি করে উইকেট পান। ইংল্যান্ড দিনের শেষে বিনা উইকেটে ১২০রান তোলে। ইতিমধ্যে ইংল্যান্ড ৪২ রানে এগিয়ে।হাসিব হামিদ ৬০ ও রোরি বার্নস ৫২রানে অপরাজিত আছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584