নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
করোনা আবহে বিশ্বে ক্রিকেট শুরুর পর প্রথম টেস্ট সিরিজ ঘরের মাঠে জিতে নিলো ইংল্যান্ড। অধিনায়ক জো রুট-কে ছাড়া প্রথম টেস্টে হারলেও ক্যারিবিয়ানদের পরপর দুই টেস্টে হারিয়ে দিল রুট ব্রিগেড। তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষেই সিরিজ জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল ব্রিটিশরা।
তবে চতুর্থ দিন বৃষ্টির কারনে মনে হয়েছিল এই টেস্টে বাঁচিয়ে নেবে ক্যারিবিয়ানরা, টেস্টে টিকে থাকার অতিরিক্ত একদিন সুযোগ পেয়ে যায় জেসন হোল্ডাররা। তবে পঞ্চম দিনে ইংরেজ বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে গেল ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপ। মাত্র ৩৭ ওভার ১ বলেই ১২৯ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুনঃ শনিবার আইপিএল নিয়ে গভর্নিং কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সূচি
এদিন নিজের ৫০০ উইকেট ছুঁয়ে নয়া নজির গড়লেন ইংরেজ তারকা স্টুয়ার্ট ব্রড। প্রথম ইনিংসে বিধ্বংসী বোলিং উপহার দিয়ে ৬ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে ফের ৪ টি উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করে দেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচের নায়ক হন তিনি ।
আরও পড়ুনঃ করোনা থেকে পরিবারকে বাঁচাতে দরকারে ক্রিকেট ছাড়তে চান ওয়ার্নার
প্রথম টেস্টে বাদ পড়লেও ব্রড বুঝিয়ে দিলেন তিনি ফুরিয়ে যান নি। দুই ইনিংসেই ক্যারিবিয়ানদের ব্যাটিং ভরাডুবি ডুবিয়ে দিলো হোল্ডারদের। ২৬৯ রানের বিশাল টার্গেটে টেস্ট জিতে নিল ইংল্যান্ড। ২-১ ব্যবধানে ঘরের মাঠে সিরিজ জিতল তারা। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান। বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপে তিন নম্বরে উঠে এলো রুট রা। ভারত ও অস্ট্রেলিয়ার ঠিক পরেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584