শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার আগে সম্ভাবনার কথা শুনিয়েছিল বাংলাদেশ দল। খেলতে চেয়েছিল টুর্নামেন্টের সেমিফাইনালে। কিন্তু টি–টোয়েন্টি বিশ্বকাপ তো আর ‘হাতের মোয়া’ নয় যে চাইলেই সব পাওয়া যায়!
প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হারের পর সুপার টুয়েলভে খেলতে পারা না পারার শঙ্কা জেগেছিল। বাংলাদেশের খেলোয়াড়েরাই সে শঙ্কা ধুয়ে মুছে উঠেছে সুপার টুয়েলভে। কিন্তু তারপর তো সেই একই চিত্র। সুপার টুয়েলভে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের কাছে হারে বড় ধাক্কা খেল বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন।
আবুধাবিতে আজ ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। শক্তির তারতম্যে এমন ফলই স্বাভাবিক। তবু কিন্তু থেকে যায়। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সে ‘কিন্তু’টা বোলিংয়ে হলে এ ম্যাচে অবশ্যই ব্যাটিংকে ঘিরে। আগে ব্যাট করে ৯ উইকেটে ১২৪ রান তুলেছিল বাংলাদেশ। তাড়া করতে নেমে ৩৫ বল হাতে জিতেছে ইংল্যান্ড।
আরও পড়ুনঃ কিউয়িদের বিপক্ষে বদলা নিল পাকিস্তান
সাদামাটা সংগ্রহ তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ছিল বাংলাদেশের উল্টো। পাওয়ার প্লে–র ৬ ওভারে বাংলাদেশ তুলেছে ৩ উইকেটে ২৭। ইংল্যান্ড তুলেছে ১ উইকেটে ৫০। টি–টোয়েন্টিতে বড় দল ও বাংলাদেশের ব্যাটিংয়ে এটাই বুঝি পার্থক্য? পঞ্চম ওভারে নাসুম আহমেদ জস বাটলারকে না ফেরালে ইংল্যান্ড হয়তো আরও দ্রুত রান তুলতে পারত। ১৮ বলে ১৮ রানে মোহাম্মদ নাঈমকে ক্যাচ দেন বাটলার।
বাকি কাজটা ভালোই সারছিলেন জেসন রয় ও ডেভিড মালান। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ৪৮ বলে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ১৩তম ওভারে শরীফুল ইসলামকে উইকেট দেন রয়। এরপর জনি বেয়ারস্টোকে নিয়ে সুপার টুয়েলভে ইংল্যান্ডকে টানা দ্বিতীয় জয় এনে দেন মালান। এ ম্যাচের সেরা প্লেয়ার নির্বাচিত হয় বিধ্বংসী ওপেনিং ব্যাটসম্যান জেসন রয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584