১ সেকেন্ডেই ডাউনলোড হবে নেটফ্লিক্সের সব কনটেন্ট! ইন্টারনেটের স্পিডে রেকর্ড লন্ডনের গবেষকদের

0
59

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

এবার থেকে ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সের সমস্ত কনটেন্ট ডাউনলোড হয়ে যাবে মাত্র ১ সেকেন্ডে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি করে দেখালেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা। তাঁরাই বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের রেকর্ড ব্যবহারের রেকর্ড গড়েছেন।

Download speed | newsfront.co
প্রতীকী চিত্র

পরিসংখ্যান অনুযায়ী, ইন্টারনেটের স্পিড প্রতি সেকেন্ডে ১৭৮ টেরাবাইটস অর্থাৎ ১ লক্ষ ৭৮ হাজার জিবিতে পৌঁছে গিয়েছিল। এর আগে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেটের রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। সেইসময়ে সেখানকার স্পিড ছুঁয়েছিল ৪৪.২ টেরাবাইটস। এবার সেই রেকর্ড ভাঙ্গলেন ব্রিটেনের গবেষকরা।

তথ্যভিজ্ঞ মহলের মতে, সাধারণভাবে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তাতে ৪.৫ টেরাহার্ৎজের ব্যান্ডউইথ ব্যবহার করা হয়। এই ধরনের ব্যান্ড ব্যবহার করলে স্পিড হয় সেকেন্ডে ২ এমবি। এই ধরনের ইন্টারনেট স্পিডই ভারতে সাধারণ মানুষ ব্যবহার করেন। সম্প্রতি ৯ টেরাহার্ৎজের বাণিজ্যিক ব্যান্ডউইথও বাজারে এসেছে।

আরও পড়ুনঃ কুঁড়েমির জন্য স্কলারশিপ দেবে জার্মানির বিশ্ববিদ্যালয়

কিন্তু এই সুপারফাস্ট ইন্টারনেট ব্যবহার করার জন্য ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা ১৬.৮ টেরাহার্ৎজের ব্যান্ডউইথ ব্যবহার করেছেন। ইন্টারনেটের গতি বাড়াতে অপ্টিক্যাল ফাইবারের জায়গায় তাঁরা উচ্চক্ষমতা সম্পন্ন ওয়েভলেন্থ এবং নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়েছেন।

তবে কি এই বিপুল গতির ইন্টারনেটের খরচ অনেক? এর উত্তরে গবেষকরা বলেন, ‘না’। তাঁরা জানিয়েছেন, অপ্টিক্যাল ফাইবার পাততে যা খরচ হয়, নতুন প্রযুক্তি সম্পন্ন অ্যামপ্লিফায়ারের জন্য তার খুব সামান্যই খরচ হবে। সুতরাং এবার থেকে কম খরচেই মিলবে ইন্টারনেটের বিপুল গতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here