নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর থানার নিজামপুর গ্রামের ৩২ বছর বয়সী যুবক করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছে। ওই যুবককে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মঙ্গলবার বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর।

পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. গিরিশচন্দ্র বেরা বলেন, করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত দাসপুর থানার নিজামপুর গ্রামের ওই যুবকের বাবাকেও বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হবে।

সেই সঙ্গে ওই যুবক যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের নামের তালিকা তৈরি করে তাদেরকেও কোয়ারেন্টিনে রাখা হবে।সেইসঙ্গে দাসপুর থানার যে গ্রামের বাসিন্দা ওই যুবক সেই নিজামপুর গ্রামের সকলকে গৃহপর্যবেক্ষণে থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ও জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ দাসপুরের আক্রান্ত যুবকের মুম্বাই যোগ
মঙ্গলবার দাসপুর থানার নিজাম পুর গ্রামে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে ঘোষণা করা হয় গ্রামবাসীদের কোয়ারেন্টাইন থাকার নির্দেশ।ওই ঘটনার পর নিজামপুর গ্রামের রাস্তাঘাট একেবারে জনশূন্য। ওই গ্রাম-সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার গিরিশ চন্দ্র বেরা বলেন, দিল্লি থেকে ওই যুবক ট্রেনে করে এসেছিল, তারপর বাসে চেপে সে বাড়ি গিয়েছিল। তার সাথে ছিল তার চার বন্ধু ।ওই যুবকের চার বন্ধু সহ তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের নামের তালিকা তৈরির কাজ শুরু করা হয়েছে ।দ্রুত তাদেরকে সনাক্ত করে পর্যবেক্ষণে রাখা হবে।
জেলার স্বাস্থ্য দপ্তর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার গিরিশচন্দ্র বেরা জানান।যদিও এই ঘটনার ফলে গোটা গ্রাম আতঙ্কিত তবে বর্তমান স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় নেওয়া হচ্ছে নানান সচেতনতামূলক কর্মসূচি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584