নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শেষ হলো সপ্তাহব্যাপী পরিবেশ সচেতনতা অভিযান।ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক, নেহেরু যুব কেন্দ্র পশ্চিম মেদিনীপুর ও সচেতনতা স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের বিভিন্ন গ্রামগঞ্জ এলাকাতে স্বচ্ছ ভারত অভিযান ও নির্মল মিশণ বাংলা অভিযান হলো সাতদিন ধরে।
গত ২৫ তারিখ এই সচেতনতা অভিযান শুরু হয়ে শেষ হলো ৩১শে জুলাই বুধবার।এই অভিযানে মূল বিষয় হলো দূষণ মুক্ত পরিবেশ গঠন,ঘরে ঘরে শৌচাগার নির্মাণ,জলের অপচয় বন্ধ,বৃক্ষরোপন, ডেঙ্গু সচেতনতা প্রভৃতি বিষয় গুলি নিয়ে পথ নাটক,ফিল্ম শো, কুইজ,যুব সম্প্রদায়ের চেতনা বৃদ্ধির জন্য প্রীতি মূলক ফুটবল ম্যাচ, বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার চুয়াডাঙ্গা হাইস্কুলে পরিবেশ সচেতনতা বিষয়ক কুইজ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। প্রীতি ফুটবল ম্যাচ মুখোমুখি হয় বিদ্যাসাগর একাদশ এ পি জে আবদুল কালাম একাদশ।ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হয়।
আরও পড়ুনঃ পরিচ্ছন্নতা ও সবুজ সংরক্ষণের প্রচারে বিশেষ পদযাত্রা
সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “সচেতনতা” সংস্থার সম্পাদক সুমন সিংহ,সভাপতি নন্দা কুমার দণ্ডপাট, নেহেরু যুব কেন্দ্র সদর ব্লকের এন ওয়াই ভি সুচিস্মিতা সামন্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা,সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সঞ্জয় সখা চাবরি,জগন্নাথ মন্ডল, অভিজিৎ ব্যানার্জী প্রমুখ।
গোটা অনুষ্ঠানটিকে সুচারু ভাবে সঞ্চালনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া । শতাধিক ছাত্র ছাত্রী সমূহ কর্মসূচিটিতে অংশ গ্রহণ করে।এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সরকারের বনদফতর থেকে কুইজ ও ফুটবল ম্যাচ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পঞ্চাশটিরও বেশি চারাগাছ বিতরণ করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584