নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আজ ১৩ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভূগোল ও পরিবেশ পত্রিকা গোষ্ঠী ও পূর্বাশা ইকো হেল্পলাইন সংস্থার আয়োজনে কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল একটি এক দিবসীয় পরিবেশ বিষয়ক রাজ্যস্তরীয় আলোচনাসভা।বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিবন্ধক ও ভূগোল বিভাগের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।উক্ত আলোচনা সভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিদ তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক ড. মলয় মুখোপাধ্যায়।

তাঁর বক্তব্যের বিষয় ছিল “পরিবেশ বিপর্যয় ব্যবস্থাপনায় নবনিয়ন্ত্রনবাদ”যা বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে ভূগোল ও পরিবেশ নিয়ে বিজ্ঞানসম্মত চেতনা তুলে ধরে।সাথে সাথে তিনি তাঁর সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে বর্তমান কিশোর ছাত্রসমাজের কাছে ভূগোল ও পরিবেশ মানবসভ্যতার বিকাশে কি কি ভূমিকা পালন করে তা ব্যাখ্যা করেন। বিশিষ্ট বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য দূষন নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ও প্রখ্যাত নদীবিজ্ঞানী ড. কল্যান রুদ্র মহাশয়। তিনি সুন্দরবন তথা দক্ষিনবঙ্গের নদনদী ও পরিবেশ ব্যবস্থাপনায় তার ভূমিকা তুলে ধরেন। এছাড়াও সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিধো কানহু বীরসা বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক ড. বিশ্বজিৎ বেরা মহাশয়। তিনি তাঁর বক্তব্যের মধ্য দিয়ে সুন্দরবনের জনজীবনে সমসাময়িক পরিবেশগত সমস্যা ও পরিবেশ সচেতনতার কথা বলেন। ভূগোল ও পরিবেশ পত্রিকার সম্পাদক তথা শিক্ষক উমাশঙ্কর মণ্ডল স্বাগত ভাষণে বলেন সারা রাজ্য জুড়ে আমাদের এই কর্মকাণ্ড একেবারে বুনিয়াদি বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়স্তরে ছড়িয়ে দেওয়ার কাজ চলছে। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মহাশয়। উপস্থিত ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের দুই শতাধিক ছাত্রছাত্রী।সমগ্র অনুষ্ঠানের জন্য ভূগোল ও পরিবেশের টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত শিক্ষাব্রতী মানুষ।

শ্রী মণ্ডল আরও বলেন আগামিদিনে এই ধরনের আলোচনাচক্র বেশী করে যাতে আয়োজন করা যায় তিনি চেষ্টা করবেন। আলোচনাসভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য প্রলয় হালদার। আলোচনার শুরুতেই ভূগোল ও পরিবেশ পত্রিকার’ভাগীরথীর উৎস সন্ধানে’শীর্ষক সংখ্যা প্রকাশিত হয়। ছাত্রছাত্রীদের পাশাপাশি একদল তরুন গবেষক ও শিক্ষকেরা উপস্থিত থেকে এই অনুষ্ঠান সাফল্য মণ্ডিত করতে যথাযথ ভূমিকা পালন করেন।
আরও পড়ুনঃ অজানা আতঙ্কে শালবনীর আদিবাসী গ্রাম বয়লা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584