নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
হাসিমারা ঝোরার ভাঙনে ভুটান সীমান্ত জয়ঁগা ছোটো মেচিয়াবস্তি এলাকার ৫ টি ঘর বিপদজনক অবস্থায় রয়েছে ৷ ঘটনাস্থল পরিদর্শন করল কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ও কালচিনির বিডিও ।
জানা গেছে, রাতে ভুটান পাহাড়ের লাগাতার বৃষ্টি ও জয়ঁগা এলাকায় বৃষ্টির ফলে ফুলে ফেঁপে ওঠে হাসিমারা ঝোরা আর এই হাসিমারা ঝোরার ভাঙনের ফলে এলাকার ৫টি ঘর একদম বিপদজনক অবস্থায় রয়েছে। এছাড়াও ভুটানের পাহাড়ের জল ও এলাকার বৃষ্টির জল জয়ঁগা ছোটো মেচিয়াবস্তি ও ডারাগাঁও এলাকার অনেকের বাড়িতে প্রবেশ করে।
এলাকার বহু জায়গা জলমগ্ন হয়ে পড়ে। যদিও সকাল থেকে জল নামতে শুরু করেছে । এদিন ওই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণা পরিয়ার, কালচিনির বিডিও ভূষণ শেরপা।
আরও পড়ুনঃ তৃণমূল কংগ্রেসের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ক্ষতিগ্রস্ত পরিবার দের ত্রাণ ও ত্রিপল দেওয়া হয়। হাসিমারা ঝোরা ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কালচিনি পঞ্চায়েত সমিতি সভাপতি অরুণা পরিয়ার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584