নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে যে লকডাউন জারি করা হয়েছিল সেই লকডাউন পর্বে কাজ খুইয়েছেন ইএসআই-এর অধীনে থাকা বহু মানুষ। তাই বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে আর্থিক সহায়তার জন্য কাজ হারানো ইএসআই গ্রাহকদের আবেদন জমা দেওয়ার নির্দেশ দিল কর্মচারী রাজ্য বিমা নিগম (ইএসআই)।
সম্প্রতি এক বৈঠকে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী রাজ্য বিমা নিগম সিদ্ধান্ত নিয়েছে, ইএসআই-এর অধীনে থাকা যেসব শ্রমিক-কর্মচারী লকডাউনের জেরে কাজ হারিয়েছেন, মজুরির ৫০ শতাংশ তাঁদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।
আরও পড়ুনঃ ২১ সেপ্টেম্বর থেকে খুলবে না পশ্চিমবঙ্গের আইসিএসই স্কুলগুলি
অটল বিমিত কল্যাণ যোজনার আওতায় এই সহায়তা প্রদান করবে কেন্দ্র। আগে এর হার ছিল ২৫ শতাংশ। এক্ষেত্রে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য বৃহস্পতিবার নির্দেশিকা জারি করেছে নিগম। এর জন্য আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস যে কোনও ইএসআই কার্যালয়ে জমা দিতে হবে।
আরও পড়ুনঃ মেরামতির কাজ হবে, বিদ্যুৎ বিঘ্নের আশঙ্কা সল্টলেকের
আবেদন করা যাবে অনলাইনেও। গত ২৪ মার্চ এবং তারপরে যাঁরা কাজ হারিয়েছেন, কেবলমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন। আগামী ৩১ ডিসেম্বরের পর এই সংক্রান্ত আবেদন আর বৈধ হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584