লকডাউন থেকে ছাড় কৃষিকাজ

0
358

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

সারা দেশব্যাপী লকডাউন চলছে। বন্ধ রয়েছে স্কুল কলেজ অফিস আদালত শপিং মল হোটেল কারখানা দোকানপাট। এই অবস্থায় মানুষ বাড়িতে বন্দি রয়েছেন । কিন্তু খাবার তো খেতে হবে, বেঁচে তো থাকতে হবে। তাই দেশব্যাপী খাদ্য দ্রব্যের অভাব যাতে তৈরি না হয় তাই লকডাউন এর আওতা থেকে কৃষিকে ছাড় দিল কেন্দ্র সরকার অর্থাৎ দেশব্যাপী এই লকডাউনেও কৃষকরা চাষ আবাদ চালাতে পারবেন।

cropping | newsfront.co
প্রতীকী চিত্র

ভারতবর্ষে খাদ্যের প্রধান যোগান কৃষিকাজ কৃষি ব্যবস্থায় থমকে গেলে দেশব্যাপী খাদ্যে আকাল পড়বে। এমনিতেই করোনা পূর্ববর্তী ভারতবর্ষে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। যা মূলত সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল । তার ওপর করোনার যে রে অর্থনীতির লাগাম ছাড়া বেহাল দশার আশঙ্কায় চিন্তার ভাঁজ সর্বস্তরে।

যদিও গ্রাম স্তরে এখনো মানুষজন লকডাউন উপেক্ষা করে কৃষিকাজ সহ অন্যান্য দৈনন্দিন কাজ টুকটাক চালিয়ে যাচ্ছেন। এরমাঝে কেন্দ্র সরকারের এই ঘোষণা তাদের কৃষিকাজ এর ক্ষেত্রে আরও মনোবল যোগাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here