শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষের যাতে অত্যাবশ্যকীয় পণ্যের কোনও অভাব না হয়, তার জন্য সমস্ত রকম পণ্য পরিষেবা স্বাভাবিক রাখতে সতর্ক রাজ্য প্রশাসন।
কিন্তু অন্য দেশ থেকে যে পণ্যবাহী ট্রাকগুলি এ রাজ্যে ঢুকছে, তাতেও যাতে কোনওভাবে করোনা ভাইরাসের বিপদ এ রাজ্যে না ঢুকতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা নিল দমকল। সূত্রের খবর, নেপাল এবং ভুটান সীমান্তের জয়গাঁও দিয়ে এ রাজ্যে আসা অত্যাবশ্যকীয় পণ্যবাহী ট্রাকগুলিকে জীবাণুমুক্তকরণের কাজ করতে শুরু করেছে দমকল।
আরও পড়ুনঃ কোয়ারেন্টাইনে পাঠানো চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ৭৪ জনের রিপোর্ট নেগেটিভ, স্বস্তি এনআরএসে
প্রশাসনিক তরফে নির্দেশ এলে এই ধরনের স্যানিটেশনের কাজ আরো করা হবে, জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানান, সমস্ত সীমান্ত এলাকাতেই পুলিশের নির্দেশ ও সাহায্য এলে এরকম জীবাণুমুক্ত করার কাজ করা হবে।
প্রসঙ্গত, বুধবার দমকলের সদর দফতরে দমকলের ডিজি সহ বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে এবিষয়ে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নিউটাউনে কোয়ারান্টাইন সেন্টার, বিভিন্ন হাসপাতাল এবং বাজারগুলিতে জীবাণুমুক্তকরণের কাজ করা হয়েছে।
এছাড়া ফায়ার স্টেশন, হাসপাতাল, শপিং মলগুলিকেও জীবাণুমুক্ত করা হয়েছে। রাজ্যে প্রায় ১২০০ জায়গায় এরকম করা হয়েছে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী। এছাড়াও প্রয়োজনে গরিব মানুষকে রেশন জোগাড় করে দিয়েও সাহায্য করা হচ্ছে বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584