করোনা এবার সাধারণ ফ্লু-এর মতই থাকবে, মত ইউরোপীয় দেশগুলির

0
79

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

করোনা অতিমারী এবার শেষের পথে, এমনটাই বলেছেন বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কোভিড-১৯ ভাইরাসের চিকিৎসা হবে সাধারণ ফ্লুএর মতই। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ ইউরোপিয়ান ইউনিয়নে সরাসরি সওয়াল করেছেন কোভিড-১৯ ভাইরাস জনিত চিকিৎসাকে এবার ‘এন্ডেমিক’ হিসাবে ধরা যেতে পারে। সোমবার এক সাক্ষাৎকারে স্যানচেজ বলেন যে, এক বছর আগের পরিস্থিতি কাটিয়ে ইউরোপের দেশগুলি। শিশুরা ছুটি কাটিয়ে ফের স্কুলে ফিরেছে। পরিস্থিতি প্রায় স্বাভাবিকের পথে।

London
লন্ডনের রাস্তা, আতঙ্ক কাটিয়ে ছন্দে ফেরা , ছবিঃ সিএনবিসি

আপাতত বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে ওমিক্রন ভ্যারিয়ান্টে সংক্রমিতের সংখ্যা। কিন্তু এই ভ্যারিয়ান্টের সংক্রমণে ভয়ঙ্কর অসুস্থতা কিছুই নেই। সাধারণ ফ্লু-এর মতই এর উপসর্গ। কাজেই এটিকে এবার ফ্লু-এর মতই দেখা হোক বলছেন স্পেনের প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন এবার প্রয়োজন , ‘এন্ডেমিক’ হিসেবে করোনা সংক্রমণের পুনর্মূল্যায়ন করার।

আরও পড়ুনঃ চীনে কোভিড আক্রান্ত হলেই এখন থেকে ধাতব বাক্সে যাপন করতে হবে নিভৃতবাস

স্পেনের প্রধানমন্ত্রীর মত একই কথা বলেছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও। তিনি বলেছেন, “আমাদের এবার করোনা ভাইরাসের সঙ্গে সহাবস্থান শিখতে হবে।“ ব্রিটেনের শিক্ষা সচিব নাদেম জাহায়াই বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে যুক্তরাজ্য এখন প্যান্ডেমিক কাটিয়ে এন্ডেমিকের পথে। তাঁরা আইসোলেশন পর্ব কমিয়ে ৭ দিনের পরিবর্তে ৫ দিন করার পক্ষে তবে তা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সাপেক্ষ।

আরও পড়ুনঃ পুরনো টিকার বুস্টার ঠেকাতে পারবে না করোনার নতুন নতুন স্ট্রেন, বলছে WHO; বিভ্রান্ত জনসাধারণ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here