ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রায় তিন মাস পর কেন্দ্রীয় সরকার ২৭ সদস্যবিশিষ্ট ইউরোপীয় সংসদীয় এক প্রতিনিধি দলকে শ্রীনগর পরিদর্শন করার অনুমতি দিয়েছে।
আর এই অনুমতিকে তীব্র কটাক্ষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে মন্তব্য করেছেন যে যেখানে ভারতীয় সাংসদেরা নিষিদ্ধ ও তাঁদের প্রবেশ অনুমতি প্রত্যাখ্যান করা হচ্ছে সেখানে ইউরোপের সাংসদদের স্বাগত জানিয়ে জম্মু-কাশ্মীর ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে।
MPs from Europe are welcome to go on a guided tour of Jammu & #Kashmir while Indian MPs are banned & denied entry.
There is something very wrong with that.https://t.co/rz0jffrMhJ
— Rahul Gandhi (@RahulGandhi) October 28, 2019
ইতালি,ব্রিটেন,ফ্রান্স ,জার্মানি ,চেক রিপাবলিক ও পোল্যান্ডের সাতাশ সদস্যবিশিষ্ট সংসদীয় প্রতিনিধিদল আগামীকাল শ্রীনগর পরিদর্শন করে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানা গেছে।
Delhi: Members of European Parliament called on Prime Minister Narendra Modi at 7, Lok Kalyan Marg today. The delegation would be visiting Jammu and Kashmir tomorrow. pic.twitter.com/8Syz2DWcED
— ANI (@ANI) October 28, 2019
সোমবার এই ২৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন। পরে তাঁরা মধ্যকালীন ভোজনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও কিছু কাশ্মীরি নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন।
আরও পড়ুনঃ জলঙ্গীতে নির্মীয়মাণ ফাঁকা বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত ৩
গত ৫ই আগষ্ট ৩৭০ ধারা প্রত্যাহার ঘোষণার পর থেকেই সেখানে হাই অ্যালার্ট জারি হয়েছে। আগামী ৩১ অক্টোবর জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, লাদাখ এবং জম্মু ও কাশ্মীর করা হবে আনুষ্ঠানিকভাবে। তার আগে প্রতিনিধিদলের কাশ্মীর পরিদর্শন অবশ্যই তাৎপর্যপূর্ণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584