হরষিত সিংহ,মালদহঃ
কুপ্রস্তাবে রাজী না হওয়ায় এক গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল প্রতিবেশি এক আত্মীয়ের বিরুদ্ধে। তাকে বাঁচাতে গিয়ে ধৃতের হাতে আক্রান্ত হল পরিবারের আরো চার সদস্য।শুক্রবার রাতে মালদহের ইংরেজবাজার থানার নরহাট্টা পঞ্চায়েতের বাবুপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।গৃহবধূ সহ জখম পাঁচজন বর্তমানে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,আহতদের নাম,রুবি বিবি(৩০) নুরজাহান বিবি(৫০) মোতাজুল শেখ(৫৮) রুহুল আমিন(৩০) এবং লিটন শেখ(৩০)।
বর্তমানে তারা প্রত্যকে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন।জানা গিয়েছে,রুবি বিবির স্বামী ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। গ্রামেরই এক আত্মীয় বাশির শেখ একলা থাকার সুযোগ নিয়ে বারবার কুপ্রস্তাব দেয় ওই গৃহ বধূকে বলে অভিযোগ।কিন্তু তা বারবার প্রত্যাখান করেন ওই গৃহবধূ। অভিযোগ শুক্রবার রাতে বাশির শেখ সহ কয়েকজন রুবি বিবিকে নদীর ধারে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।এই ঘটনায় বাধা দিতে গেলে মহিলাকে মারধর করে। শরীরের বিভিন্ন জায়গায় কামড়ে দেওয়ারও অভিযোগ রয়েছে বাশির শেখের বিরুদ্ধে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বাবুপুর গ্রামে।গৃহবধূর পরিবারের লোকেরা বাধা দিতে গেলে তার শ্বশুর শাশুড়ি সহ পরিবারের লোকেদের মারধর করা হয় বলে অভিযোগ।উত্তেজিত গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন অভিযুক্তরা।এই ঘটনায় মোট পাঁচজন জখম হয়।রাতেই তাদের ভর্তি করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। অভিযুক্ত আহতরা এই ঘটনা অস্বীকার করেছে।তারা জানিয়েছে,শিশুদের মধ্যে বচসার জেরে দুই পরিবারের সংঘর্ষ। তা নিয়ে উত্তেজনা ছড়ায় গ্রামে।ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।(ছবি-অভিষেক দাস)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584