নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়তে হল রাজ্যপাল জগদীপ ধনকড়কে। তাঁর গাড়ি ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া, পোস্টার দেখানোর পাশাপাশি গাড়ি আটকে দেওয়া হয়। ফলে গাড়িতেই আটকে থাকেন আচার্য। তাঁকে ঘিরে নজরুল মঞ্চের ভিতরে এবং বাইরে চলে বিক্ষোভ।
এই একই ঘটনা ঘটেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। সেখানেও রাজ্যপালের গাড়ি আটক করে তাঁর বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান ও পোস্টার দেখানো হয়েছিল।
পড়ুয়াদের এরকম বিক্ষোভময় পরিস্থিতি দেখে হতবাক হয়েছেন নোবেলজয়ীও। নজরুল মঞ্চের ভিতরে প্রবেশ করলেও মঞ্চে ওঠেননি কেউ। তাঁর মধ্যে যেমন ছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী।
মঙ্গলবারের সমাবর্তন ঘিরে যে অশান্তি হবেই তা আগেই আঁচ করা হয়েছিল। তাই এ দিন অনুষ্ঠান ঘিরে ছিল কড়া নিরাপত্তা। অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা ছিল, কিন্ত তিনি শেষ মূহুর্তে তা বাতিল করেন।
এ দিন অনুষ্ঠানে বিশৃঙ্খলা এমন জায়গায় পৌঁছায় যে উপাচার্যকে হাত জোড় করে ক্ষমা চাইতে হয়, অনুষ্ঠান শুরু করার জন্য। কিন্তু তারপরেও পরিস্থিতি শান্ত হয়নি। শিক্ষার্থীদের দাবি ছিল, আচার্যকে ঢুকতে দেওয়া হলে তারা বিক্ষোভ বজায় রাখবে। এ দিনের আন্দোলনের নামে বিশৃঙ্খলাকে বিশ্ববিদ্যালয়ের অনেক প্রাক্তনীই ভ্রুকুটির চোখে দেখেছেন। অসন্তুষ্ট অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584