নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
“পশ্চিমবঙ্গে এতদিন ক্ষমতায় ছিল কংগ্রেস, সিপিএম, তৃণমূল তারা মুসলিমদের বোকা বানিয়ে গরীব করে ভোট নিয়েছে পশ্চিমবঙ্গের মুসলিমরা গরীব।” বুধবার মাদারিহাটে চা চক্রে অংশ গ্রহণ করে একথা জানান বিজেপি রাজ্যা সভাপতি দিলীপ ঘোষ।
এদিন বিজেপির চা চক্রে স্থানীয় বাসিন্দারা নানান সমস্যাজর কথা তুলে ধরেন এছাড়াও এনআরসি নিয়ে এলাকার বাসিন্দারা তাদের আশঙ্কার কথা জানান দীলিপ ঘোষকে। এদিন নাগরিকপঞ্জী নিয়ে সকলকে আশ্বস্ত করলেন বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ।
তিনি বলেন,“কোন হিন্দুকে এই দেশ থেকে বিতারিত করা হবে না। হিন্দুরা নাগরিকত্ব পাবেন। ফলে কোন হিন্দুর দেশ থেকে বিতারিত হওয়ার কোন আশংকা নেই।”
আরও পড়ুনঃ সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীকে চিঠি পুত্রহারা পিতার
একই সাথে নাগরিকত্ব নিয়ে আশঙ্কায় আত্মহত্যার প্রকাশিত খবর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মমতা দু লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছে সেই টাকার লোভে গাড়ি চাপা পড়ে গাছ থেকে পড়ে মরলেও বলছে এনআরসিতে মরছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584