নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
করোনা সতর্কতা স্বরূপ পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভায় লক ডাউনের সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার । আর কিছুক্ষণের মধ্যেই লকডাউনের বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা বলে নবান্ন সূত্রে জানা গেছে।
কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের সমস্ত রাজ্যকে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকারের উপরই ছেড়ে দিয়েছে। তবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে কেন্দ্রের প্রস্তাব মেনে নিতে রাজ্য প্রস্তুত। তাই কিছুক্ষণের মধ্যে হয়তো জারি হবে লক ডাউন এর বিজ্ঞপ্তি । তবে জরুরী পরিষেবাগুলি চালু থাকবে।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ডাকে চলছে ১৪ ঘন্টার ‘জনতা কারফিউ’। ইতিমধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪১। মৃত্যু হয়েছে ৬ জনের। সতর্কতা স্বরূপ ৩১শে মার্চ পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রেলমন্ত্রক।
পিছিয়ে নেই রাজ্য গুলিও। শনিবার প্রথমে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রায় ৪০ শতাংশ অঞ্চলে লক ডাউনের ঘোষণা দেন । তাঁর পর লক ডাউনের ঘোষণা দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহেলট। তবে তিনি আংশিক লক ডাউনের রাস্তায় না হেঁটে ২২ শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত পুরো লক ডাউনের ঘোষণা দেন। আজ পাঞ্জাবেও লকডাউন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584