দমদমে চা-চক্রে আক্রমণাত্মক দিলীপ ঘোষ

0
53

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

ফের আক্রমণাত্মক রাজ্য বিজেপি সভাপতি। রবিবার সকালে প্রাতঃভ্রমণে বের হয়ে দমদম সিঁড়ি রোডের চা-চক্রে বসে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার হেস্টিংসের বিজেপি পার্টি অফিসে দলের নেতা কর্মীদের সংবর্ধনার অনুষ্ঠান আগে থেকেই ঠিক ছিল।

dilip ghosh | newsfront.co
ফাইল চিত্র

তাই হেস্টিংসের বিজেপি পার্টি অফিসের বাইরে মাইক বাজিয়ে, তৃণমূল দলের পতাকা টাঙিয়ে ও বিজেপি কর্মীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ গেরুয়া শিবিরের। শুধু তাই নয়, পুলিশের সামনেই সাংসদ সুনীল মণ্ডলের গাড়িতে আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির। তাই এদিন সকালে দিলীপ ঘোষ আক্রমণাত্মক ভাবে বলেন,”সবকিছুর একটা সীমা থাকা উচিত।

আরও পড়ুনঃ হেস্টিংসে বিজেপি সাংসদের গাড়িতে হামলার নালিশ শুনে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রীর

গণতন্ত্র পশ্চিমবঙ্গ থেকে চলে গিয়েছে নাকি? এটা কি আফগানিস্তান হয়ে গিয়েছে?” রবিবার সকালে চা-চক্রে যোগ দিয়ে এরকম চাঁছাছোলা ভাষায় তোপ দাগলেন দিলীপ ঘোষ। রাজ্য সরকারের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ শোনালেন বিজেপি রাজ্য সভাপতি।রবিবার সকালে দমদম স্টেশনের কাছে সাউথ সিঁথি রোডে নিয়ারা বাগান এলাকায় চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ লম্বা দাড়ি হলুদ জামা পরলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না- কটাক্ষ কাকলির

সেখানেই ফের গতকাল সাংসদ সুনীল মণ্ডলের গাড়ির ওপর হামলা প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, “আমরা ভদ্রলোক অত নীচে নামব না! সবকিছুর একটা সীমা থাকা উচিত। গণতন্ত্র পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে নাকি? এটা কি আফগানিস্থান হয়ে গিয়েছে নাকি? আমরা কারও দয়ায় রাজনীতি করি না।”

আরও পড়ুনঃ মনোরঞ্জনের উপর হামলার প্রতিবাদে মিছিল তৃণমূলের

পাশাপাশি, এদিন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। বলেন, “উনি এলাকার সাংসদ। ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতেই পারেন। কিন্তু তা বলে অন্যান্যরা সভা করতে পারবেন না, এটা ঠিক নয়।” একইসঙ্গে, সিএএ চালু হবে বলেও মতুয়াদের আশ্বস্ত করতে শোনা যায় তাঁকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here