নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
অসমে দ্বিতীয় দফার ভোট পর্ব মিটে যেতেই একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে জড়ালো বিজেপি। ভিডিয়োতে দেখা গিয়েছে, পাথরকান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পলের গাড়িতে করে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে।
ভিডিও প্রকাশ্যে আসতেই ভোট লুঠের অভিযোগে বিজেপি-কে তীব্র আক্রমণ করেছেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা-সহ অসম কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। যদিও এখনো পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি অসমের বিজেপি নেতৃত্ব। তবে ওই বুথকর্মীদের দাবি, ইভিএম মেশিন-সহ ওই গাড়িতে ‘লিফ্ট’ নিয়েছিলেন তাঁরা। প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের নির্দিষ্ট গাড়ি থাকা সত্বেও কেন বিজেপি বিধায়কের গাড়িতে লিফট নিলেন ভোটকর্মীরা।
আরও পড়ুনঃ বিজেপিকে ভোট দিতে চাপ কেন্দ্রীয় বাহিনীর, অভিযোগ খড়গপুরে
বৃহস্পতিবার অসমের ৩৯টি বিধানসভা আসনে ভোট হয়েছে। ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অসমের এক সাংবাদিক ইন্টারনেটে ওই ভিডিয়ো টুইট করেন। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি সাদা রঙের বোলেরো গাড়িতে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিয়োর সঙ্গে ‘ব্রেকিং’ লিখে ওই ব্যক্তির দাবি, ‘পাথরকান্দির বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক কৃষ্ণেন্দু পলের গাড়িতে ইভিএম উদ্ধারের পর এখানে উত্তেজনা রয়েছে’ ।
ওই গাড়িটি কৃষ্ণেন্দুর বলেও ভিডিয়োতে দাবি করা হয়েছে। স্বাভাবিক ভাবেই এ নিয়ে প্রিয়ঙ্কা-সহ কংগ্রেস অন্যান্য নেতারা বিজেপি-র উপর ঝাঁপিয়ে পড়েছেন। গোটা ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন প্রিয়ঙ্কা। সেই সঙ্গে বিজেপি-কে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।
আরও পড়ুনঃ ৮০ শতাংশ ছাপ্পা ভোটের অভিযোগ নন্দীগ্রামের বয়ালে
টুইটার তিনি লিখেছেন, ‘ভোটের সময় যখনই কোনও প্রাইভেট গাড়িতে ইভিএম নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে, আশ্চর্যজনক ভাবে প্রতিবারই তাতে কিছু মিল পাওয়া যায়।’ কী সেই মিল? প্রিয়ঙ্কার মতে, ‘ওই গাড়িগুলি সাধারণত বিজেপি প্রার্থীর হয়। ভিডিয়োগুলি বিচ্ছিন্ন ঘটনা বলে দাগিয়ে দেওয়া হয়।
যাঁরা এ ধরনের ভিডিয়ো ফাঁস করেন, তাঁদেরকে ‘অনুগত’ সংবাদমাধ্যমকে দিয়ে হেরোদের কাজ বলে চালিয়ে দেওয়া চেষ্টা করে বিজেপি। বাস্তব হল, এ ধরনের ঘটনায় কিছুই পদক্ষেপ করা হয় না’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584