লোকসভা ভোটের ইভিএম হাজির পূর্ব বর্ধমানে

0
106

শ্যামল রায়,পূর্ব বর্ধমানঃ

লোকসভা ভোটের জন্য পূর্ব বর্ধমান জেলায় ইভিএম চলে এসেছে। ১০ নভেম্বর থেকে চেকিং শুরু হয়ে যাবে। সমস্ত রাজনৈতিক দলকে ইভিএম চেকিং এ অংশ নিতে আবেদন করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ অরিন্দম নিয়োগী।

এবার লোকসভা নির্বাচনে প্রতিটি ইভিএমের সঙ্গে ভিভিপাট সিস্টেম চালু থাকবে।অর্থাৎ কোন ভোটার ভোট দেওয়ার পর কোন দলকে ভোট দিয়েছেন তা পরোক্ষ করতে চাইলে ভোট কর্মীরা নির্দিষ্ট সময়ের মধ্যে লিঙ্কটির মাধ্যমে তা দেখিয়ে দেবেন।
এছাড়াও নতুন ভোটার সংখ্যা কত তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে,কারণ নবীন প্রজন্মকে নিজেদের দিকে টানার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
তৃণমূলের জেলা সভাপতি রাজ্যের অন্যতম মন্ত্রী তথা জেলা গ্রামীণ সভাপতি স্বপন দেবনাথ জানিয়ে দিয়েছে যে আগেই দলের প্রত্যেক বিধায়ককে নিজের নিজের বিধানসভা এলাকায় নতুন ভোটার সংখ্যা জেলায় পাঠানোর নির্দেশ দিয়েছেন।
নতুন ভোটারদের জন্য সমস্ত রকম সহযোগিতার বিষয় জানিয়ে দিয়েছেন স্বপন দেবনাথ।
অন্যদিকে গেরুয়া শিবির ও নতুন ভোটারদের কাছে টানতে মরিয়া।জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ জানিয়ে দিয়েছে যে আমরা ভোটারদের কাছে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here