অলোক বর্মার বিরুদ্ধে জালিয়াতির চার্জশিট

0
50

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম বার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রাক্তন শীর্ষকর্তা অলোক বর্মার বিরুদ্ধে পদে থাকাকালীন জালিয়াতি করার অভিযোগে চার্জশিট তৈরি করা হয়েছে।

প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ সিবিআইয়ের এই প্রাক্তন শীর্ষ আধিকারিক তাঁর পদে থাকাকালীন তাঁর বিরুদ্ধাচরণ করা সন্দেহভাজন ন্যায়পরায়ণ অফিসারদের স্পর্শকাতর জায়গায় পোস্ট দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ গবাদি পশুর মাংস রপ্তানিকারক ধনকুবের মঈন কুরেশিকে তিনি সাহায্য করেছিলেন।পাশাপাশি অভিযোগ সোনা মাফিয়া কে তিনি এয়ারপোর্টে গ্রিন চ্যানেল পার হতে সাহায্য করেছিলেন।

Ex CBI chief Charge sheeted 2
অলোক বর্মা।ছবিঃ টুইটার

অলোক বর্মার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সে সমস্ত অভিযোগ প্রমাণিত হলে তিনি তার চাকরি পরবর্তী পেনশন থেকে বঞ্চিত হবেন।

উল্লেখ্য,কয়েক মাস আগে সিবিআইয়ের এই শীর্ষ আধিকারিক অলোক বর্মা ও আরেক সিবিআই আধিকারিক রাকেশ আস্তানার মধ্যে অশান্তির ফলে সরগরম হয়ে ছিল সংবাদ মহল।রাতারাতি বলপূর্বক প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সিলেক্ট কমিটির দ্বারা এই অলোক বর্মাকে তার পদ থেকে সরানো হয়েছিল।

আরও পড়ুনঃ রাজীব কুমারকে নিয়ে সুপ্রিম কোর্টে বেকায়দায় রাজ্য সরকার

এনিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন নরেন্দ্র মোদী তথা বিজেপি।পরে অলোক বর্মাকে অন্য পদে বদলি করা হলেও অপমান বোধ হাওয়ায় তিনি তার চাকরির সময় শেষ হবার আগেই পদত্যাগ করেছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here