আফগানিস্তানের সদ্য প্রাক্তন উচ্চ শিক্ষামন্ত্রীর ফোন রবীন্দ্রভারতীর উপাচার্যকে, বললেন তালিবানি অত্যাচার চলছে দেশ জুড়ে

0
65

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:

যতই তালিবানরা নিজেদের ভাবমূর্তি পরিবর্তনের কথা প্রচার করুক আদতে সেরকম কিছু হবে কিনা সন্দেহ রয়েছে।সেকথাই আবারও উঠে এল আফগানিস্তানের সদ্য প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রীর কথায়।

শুধু সংবাদ মাধ্যমের থেকে নয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি কাবুলের ভয়াবহ পরিস্থিতির কথা জানলেন আফগানিস্তানের সদ্য প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী আবদুল তাওয়াব বালাকারজাই-এর কাছ থেকে। পূর্ব পরিচিত দুজনেই। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফোনে তিনি জানান কাবুল দখলের পরেই নিজের আসল রূপ ধারণ করেছে তালিবান। সময় যত এগোচ্ছে, তালিবানের অত্যাচারের মাত্রাও তত বাড়ছে। এই পরিস্থিতিতে তালিবানিদের হাতে নিরীহ দেশবাসীকে ফেলে পালিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি। কিন্তু তাঁর সরকারের অন্যান্য মন্ত্রীরা এখন কী অবস্থায়? কেমন আছেন? এই সব প্রশ্নের মধ্যেই সে দেশের উচ্চ শিক্ষামন্ত্রী ফোন করলেন কলকাতায়, সব্যসাচী বাবুকে।

রবীন্দ্রভারতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী জানালেন উচ্চশিক্ষামন্ত্রী আবদুল তাওয়াব বালাকারজাই রবিবার ও সোমবার দুদিন ফোন করেছিলেন তাঁকে। কাবুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটা মউ স্বাক্ষর হওয়ার কথা ছিল। এই মাসেই সেটা হওয়ার ছিল সেই সূত্রেই আলাপ তাঁদের। ২০১৯ সালের ৬ নভেম্বর কলকাতায় এসে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতেও গিয়েছিলেন আফগানিস্তানের উচ্চ শিক্ষামন্ত্রী। এ প্রসঙ্গে সব্যসাচীবাবু আরও বলেন, ‘উনি কাবুলিওয়ালা পড়েছেন। খুব ভাল লেগেছে। এখানে এসে পুরো ঘুরে দেখেছেন। কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন, তা দেখেছেন। তাঁর নামাঙ্কিত এরকম একটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন। যাতে তাঁর দেশের নবীন প্রজন্ম শিল্প সংস্কৃতির আদানপ্রদানে সমৃদ্ধ হতে পারে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here