নিউজ ডেস্কঃ-
প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তী ৷আজ সকাল সাড়ে দশ’টা নাগাদ হঠাৎই সল্টলেকে মেয়ের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসক আসার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তাঁঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
তিনি বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলার হরিনাতে ১৯৩৩ সালে জন্ম গ্ৰহন করেন।কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর শিক্ষকতাকে তিনি পেশা হিসেবে বেছে নেন। পরে ওয়েবকুটার মত একাধিক সংগঠনের দ্বায়িত্ব সামলান।দমদমের শেঠবাগানের আদর্শ বিদ্যামন্দির স্কুলের শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করে পরবর্তীতে কলকাতার বিদ্যাসাগর কলেজে অধ্যাপনাও করেন।১৯৮০ সালে দক্ষিণ কলকাতা থেকে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর ১৯৯৬ সালে নদিয়া জেলার চাকদহ কেন্দ্রের বিধায়ক হয়ে বামফ্রন্ট আমলেে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী হন।
পরিবার সূত্রে জানা গেছে আজ তাঁর দেহ সংরক্ষিত রাখার পর আগামীকাল তার সৎকার সম্পন্ন হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584