নিজস্ব সংবাদদাতা,মালদহঃ বিবাহ বিচ্ছেদ সম্পর্কের জেরে বর্তমান স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় আক্রান্তর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে। অভিযুক্ত পলাতক। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের ইংরেজ বাজার থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম, আজিরউদ্দিন সেখ(২৭) অভিযুক্ত প্রাক্তন স্বামী অমল মন্ডল। জানা গিয়েছে, গত দু’বছর আগে অমল মণ্ডলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় রেনুকা বিবির। তার অভিযোগ প্রাক্তন স্বামীকে ছেড়ে আজিরুদ্দিন সেখকে বিয়ে করার কারণেই একলা পেয়ে খুনের চেষ্টা করে অমল মণ্ডল।
প্রথম পক্ষের দুইটি কন্যা সন্তান রয়েছে রেণুকার। অকথ্য গালিগালাজ এবং মদ্যপ অবস্থায় মারধোর করার অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদ হয় রেনুকা এবং অমল মণ্ডলের। গত দুই বছর আগে আজিরুদ্দিনের সঙ্গে বিবাহ করেন রেনুকা। তিনি বর্তমানে তার সাথেই সংসার করেন। রেনুকা বিবির অভিযোগ, আজিরউদ্দিন পেশায় কাপরের ফেরি করেন। লক্ষ্মীপুর এলাকায় একলা পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ধারালো অস্ত্র নিয়ে অমল মন্ডল ধারালো অস্ত্র নিয়ে আজিরুদ্দিনের উপর চড়াও হয় বলে অভিযোগ। এরপর রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আজিরুউদ্দিনকে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। তবে বর্তমান স্বামীকে যেভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে অভিযুক্ত,তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন রেনুকা বেবি। অভিযুক্ত অমল মন্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রেনুকা বিবি। অভিযুক্ত পলাতক।
তবে কি কারণে হামলার ঘটনা ঘটল তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584