প্রাক্তন আইপিএস সঞ্জীব ভাট গ্ৰেফতার

0
377

ওয়েবডেস্কঃ-

প্রাক্তন আইপিএস অফিসার সঞ্জীব ভাটকে আজ গুজরাট সিআইডি গ্ৰেফতার করলো  ২২বছর পুরোনো এক কেসে।

ছবি-Caravan Daily

২২ বছর আগে ১৯৯৬ সালে বানসকান্থা জেলার পুলিশ  এক ড্রাগস কেসে সুমারসিং রাজপুরোহিত নামক এক ব‍্যক্তিকে গ্ৰেফতার করে এক কিলো নেশাদ্রব্য রাখার দায়ে। সেই সময় বানসকান্থা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট ছিলেন সঞ্জীব ভাট। সেই কেস এখন হাইকোর্টে চলছে।  সিআইডি ডেকে পাঠায় সঞ্জীব ভাট সহ ৮ পুলিশ অফিসারকে। জিজ্ঞাসাবাদের পর সঞ্জীব ভাটকে গ্ৰেফতার করে সিআইডি।

তিনি বিজেপি সরকারের প্রবল সমালোচক হিসাবেই পরিচিত। গত সপ্তাহেই পতিদার নেতা হার্দিক প‍্যাটেলের অনশন স্হলেও উপস্থিত ছিলেন। ২০১৫ সালে কেন্দ্রীয় গৃহমন্ত্রালয় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে। ২০০২ সাল থেকেই গোধরা পরবর্তী কান্ড নিয়ে বিজেপি সরকারের সঙ্গে তাঁর তু তু ম‍্যায় ম‍্যায় লেগেই আছে।

(ফিচার ছবি-India Today)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here