করোনা কেড়েছে স্বামীকে, প্রতিবেশীর চাপে সন্তান-সহ আত্মঘাতী এক সাংবাদিক

0
104

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সাত বছরের ছেলেকে সঙ্গে নিয়ে ১৩ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মুম্বইয়ের এক প্রাক্তন সাংবাদিক। আত্মহত্যা করার আগে এক প্রতিবেশীর ওপর মানসিক চাপের অভিযোগ তুলে একটি সুইসাইড নোট রেখে গিয়েছেন ওই সাংবাদিক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের চান্দিভালি এলাকায়।

Mumbai Chandivali Nahar Amrit Shakti complex | newsfront.co
ঘটনাস্থল। সৌজন্যেঃ টাইমস অফ ইন্ডিয়া

উল্লেখ্য, মুম্বাইয়ের মৃত ওই সাংবাদিকের নাম রেশমা ট্রেঞ্চিল। ‘দ্য স্টেটসম্যান’-এ কর্মরত ছিলেন তিনি। গত মে মাসে স্বামী শরত মারা যান করোনা আক্রান্ত হয়ে। মৃত্যুর পর থেকেই চান্দিভালির ফ্ল্যাটে ছেলে গড়ুরকে নিয়ে থাকছিলেন রেশমা। স্বামীর মৃত্যুর পর থেকেই প্রতিবেশীরা ক্রমশ মানসিক চাপ দিচ্ছিল তাকে। আত্মহত্যা করার আগে একটি সুইসাইড নোটে তাই লিখেছেন রেশমা।

মধ্যরাতে আবাসনের সিকিউরিটি গার্ড রেশমা এবং গড়ুরকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। তারপর তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানায়। সুইসাইড নোটের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ ওই প্রতিবেশীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুনঃ একজন পরীক্ষার্থীরও মৃত্যু হলে দিতে হবে ১ কোটি টাকার ক্ষতিপূরণ, হুঁশিয়ারি শীর্ষ আদালতের

পুলিশ সূত্রে খবর, রেশমার স্বামী শরতের বাবা-মা’র করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাদের দেখভাল করতে বারাণসীতে গিয়েছিলেন তিনি। পরে শরতও করোনায় আক্রান্ত হন এবং মারাও যান তিনি। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় স্বামীর শেষকাজেও থাকতে পারেননি রেশমা। চান্দিভালির আবাসনেই ছেলেকে নিয়ে দিন কাটাচ্ছিলেন তিনি। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রেশমা।

আরও পড়ুনঃ ৪২ বার রিপোর্ট পজিটিভ! দীর্ঘ দশ মাস লড়াইয়ের পর সুস্থ ব্রিটেন বৃদ্ধ

সাকিনাকার সিনিয়র ইন্সপেক্টর বালয়ান্ত দেশমুখ জানিয়েছেন, ওই প্রতিবেশীর অভিযোগ ছিল, রেশমার ছেলে খেলার সময় খুব জোরে চিৎকার করে। আর সেই নিয়ে পুলিশে অভিযোগও জানিয়েছিলেন তিনি। সেইসময় পুলিশ দুই পরিবারকে ডেকে বিষয়টি ফায়সালা করে দেয়। আত্মহত্যা করার আগে সুইসাইড নোটে ওই প্রতিবেশীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন রেশমা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here