ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
ভারতের প্রাক্তন আইন মন্ত্রী তথা কর্ণাটকের প্রাক্তন রাজ্যপাল এইচ আর ভারদ্বাজ রবিবার হঠাৎ হৃদ রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। এই বর্ষীয়ান কংগ্রেস নেতা রেখে গেলেন স্ত্রী, পুত্র ও দুই কণ্যাকে।
তিনি ১৯৮২ সালে প্রথম বারের মত রাজ্যসভায় মনোনীত হন এবং সংসদের উচ্চকক্ষের জন্য পাঁচ বার নির্বাচিত হন।তিনি ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী ও পি ভি নরসিমা রাও সরকারের আইন প্রতিমন্ত্রী ছিলেন। পরবর্তীকালে মনমোহন সিং সরকারের আমলে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584