হল কর্মীদের পাশে খড়গপুর আইআইটির প্রাক্তন শিক্ষার্থীরা

0
44

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

করোনাভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা পৃথিবী। বিশ্বের অন্যান্য দেশগুলির মতো ভারতেও জাঁকিয়ে বসেছে এই মারণ ভাইরাস। ক্রমশ বাড়ছে সংক্রমিতের সংখ্যা। তার সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। কোভিড-১৯-এর সংক্রমণ রুখতে দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। ফলে এই মুহূর্তে বন্ধ রয়েছে স্কুল, কলেজ, অফিস থেকে শুরু করে বিভিন্ন কর্মসংস্থান।লকডাউন দীর্ঘ মেয়াদী হওয়ায় কাজ হারিয়েছেন বহু মানুষ।

IIT | newsfront.co
ফাইল চিত্র

এহেন পরিস্থিতিতে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি(আইআইটি)র হল কর্মীদের পাশে দাঁড়ালেন খড়গপুর আইআইটির প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন কলেজ বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন আইআইটি-র হল কর্মীরা অর্থাৎ রান্নাঘরের কর্মীরা, সাফাই কর্মীরা, উদ্যানপালকরা, ফল বিক্রেতারা, ফটোকপি করার দায়িত্বে থাকা ব্যক্তিরা, স্টেশনারী এবং গভীর রাতে যারা ক্যান্টিনে কাজ করেন সেইসব কর্মীরা।

কোভিড-১৯ এবং পরবর্তী লকডাউন সকলের জীবনেই অভূতপূর্ব প্রভাব ফেলেছে। তাই এবার হল কর্মীদের জন্য ২০ লক্ষ টাকা অনুদান দিলেন খড়গপুর আইআইটির প্রাক্তনীরা। দেশে লকডাউন শুরুর আগেই ১৩ মার্চ বন্ধ হয়ে গিয়েছিল খড়গপুর আইআইটির দরজা। ২০ জুন শিক্ষার্থীদের বাড়ি যেতে বলা হয়েছিল আইআইটির পক্ষ থেকে।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত কর্মী, ১০ দিন বন্ধ পশ্চিমবঙ্গ বিধানসভা: স্পিকার

লকডাউনের মধ্যেই খড়গপুরের এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রীরা সকলে মিলে হল কর্মীদের জন্য একটি ত্রাণ তহবিল খুলেছিলেন। সেই তহবিলের অন্যতম প্রধান উদ্যোগী ভাস্কর মজুমদার বলেন, “এটি এমন একটি উদ্যোগ ছিল, যা আমরা অর্থাৎ প্রাক্তন শিক্ষার্থীরা একসঙ্গে তৈরি করেছিলাম এবং এরপরে আরও অনেকে এর সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমাদের এক সিনিয়র, অঞ্জন ঘোষাল এই কঠিন সময়ের মধ্যেও হল কর্মীদের জন্য কিছু করার আহ্বান জানিয়েছিলেন।

এক সপ্তাহের মধ্যে, আরপি হল থেকে ১৩০ জনেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী এই তহবিলে অনুদান দিয়েছেন। পাঁচটি মহাদেশের বিভিন্ন জায়গায় থাকা আইআইটির প্রাক্তনীরা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ কাজটি সম্পন্ন করেছেন। হল কর্মীদের জন্য এই সাহায্যটুকু করার অনুমতি দেওয়ার জন্য আমরা প্রাক্তন শিক্ষার্থীরা ইন্সটিটিউটকে কৃতজ্ঞতা জানাই।”

আরও পড়ুনঃ গুরুত্ব না পাওয়ায় ক্ষুব্ধ আচার্য, জবাবে চিঠি শিক্ষা দফতরের

হলের ওয়ার্ডেন প্রফেসর উদয় শঙ্কর বলেছেন, “এটি প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি মহৎ উদ্যোগ ছিল। এক সপ্তাহের মধ্যে প্রাক্তন শিক্ষার্থীদের দেওয়া অনুদান থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮ জন হল কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকারও বেশি অর্থ বিতরণ করতে পেরেছি। খড়গপুর আইআইটির প্রাক্তনীদের থেকে প্রাপ্ত টাকা এই কঠিন পরিস্থিতির মধ্যেও ৮৮ টি পরিবারকে অনেকটা স্বস্তি দিয়েছে। এই সফল প্রাক্তন শিক্ষার্থীদের দেখে খুব ভাল লাগে। এখনও অনেক দশক পেরিয়ে যাওয়ার পরেও ইনস্টিটিউটের জন্য তাঁদের অনুভূতি রয়েছে, ভালোবাসা রয়েছে।”

এর আগে, লকডাউন চলাকালীন খড়গপুর আইআইটিতে একটি বৈশ্বিক ইন্টার হল কুইজ অনুষ্ঠিত হয়েছিল যা থেকে ৫০ লক্ষ টাকা পাওয়া গেছিল। সেই টাকা আইআইটি কর্মীদের সাহায্য করতে ব্যবহৃত হয়েছে। করোনা ও লকডাউনের ধাক্কায় যখন প্রায় স্তব্ধ জনজীবন। ঠিক সেই সময় নিজেদের প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠানের হল কর্মীদের পাশে দাঁড়ালেন খড়গপুর আইআইটির প্রাক্তনীরা। রাজ্যে এ এক নজিরবিহীন ঘটনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here