করোনা আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিংহ

0
53

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ছবি সৌজন্যে: scroll.in

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোক দলের প্রতিষ্ঠাতা অজিত সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। গত ২০ই এপ্রিল করোনা আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন গুরুগ্রামের এক হাসপাতালে। সেখানে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে টুইট করে জানান তাঁর ছেলে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তিনি। উত্তরপ্রদেশের বাগপত লোকসভা থেকে ৬ বার সংসদ নির্বাচিত হয়েছিলেন।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here