ওয়েবডেস্কঃ-
ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ারের প্রাক্তন দারোয়ান ডিনো সাজুডিন দাবি করেছেন যে গৃহকর্মীর সঙ্গে গোপন সম্পর্কের ফলে ট্রাম্পের অবৈধ সন্তান জন্ম নিয়েছিল বলে সিএনএনের বিশেষ প্রতিবেদন সূত্রে জানা গেছে। সাজুডিনের আইনজীবী জানান, ট্রাম্পের এই কেলেঙ্কারি গোপন করতে ৩০ হাজার ডলারের এক চুক্তিতেও আবদ্ধ হয়েছিলেন ডিনো সাজুডিন, তাই মুখ খুলতে বিধিনিষেধ ছিল । এখন চুক্তির মেয়াদ শেষ তাই এখন পুরো ঘটনা শীঘ্রই প্রকাশ হবে বলে আশা করছে সাজুডিন।
ঐ রিপোর্টে বলা হয়, ট্রাম্প ঘনিষ্ঠ পত্রিকা ‘ন্যাশলাল এনকোয়ারার’-এর মুল কোম্পানি আমেরিকান মিডিয়া ইনকরপোরেশন এর সঙ্গে চুক্তিটি হয়েছিল ২০১৫ সালের ১৫ নভেম্বর। চুক্তির একটি কপি তাদের কাছে আছে বলে জানিয়েছে সিএনএন।
চুক্তিতে বলা হয়, ‘ট্রাম্পের অবৈধ সন্তানের কাহিনি প্রকাশের পর ডিনো সাজুডিন ৩০ হাজার ডলার পাবে। তবে যদি আমেরিকান মিডিয়া ইনকর্পোরেশন কাহিনিটি না ছাপায়, তাহলে সাজুডিন কোন ক্ষতিপূরণ পাবে না। চুক্তির কোন না মানলে সাজুডিনকে ১০ লাখ ডলার জরিমানা স্বরূপ দিতে হবে।’ এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস।
(ফিচার ছবি-Cyber Breeze)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584