পরীক্ষা ছাড়া পাশ হবে না, রায় সুপ্রিম কোর্টের

0
363

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পরীক্ষা না নিয়ে ফাইনাল সেমিস্টারের ছাত্র ছাত্রীদের পাশ করানো যাবে না, রাজ্যগুলি কোভিড পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কাছে পরীক্ষা পিছনোর আবেদন করতে পারে, রায় সুপ্রীম কোর্টের।

Supreme court | newsfront.co
ফাইল্ চিত্র

বিচারপতি শ্রী অশোক ভূষণ, বিচারপতি শ্রী আর সুভাষ রেড্ডী, বিচারপতি শ্রী এম আর শাহ এই তিন বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চে মামলার শুনানি হয়। তাঁরা গত ১৮ অগাস্ট রায়দান সংরক্ষিত রাখেন, সব পক্ষের সঙ্গে কথা বলে আদালত রায় দিলেন আজ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের গাইডলাইন যাতে বলা আছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফাইনাল সেমিস্টারের সব পরীক্ষা শেষ করতে হবে, তা চ্যালেঞ্জ করে এই মামলা করা হয়েছিল। আজ মামলাটি শেষ করে আদালত রায় দেয়।

১) পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ইউজিসির নির্দেশের ক্ষমতা রদ করার প্রার্থনা আদালত খারিজ করে দিলেন।

২) রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর শুধুমাত্র সেই রাজ্যের ক্ষেত্রে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ইউজিসি নির্দেশিকার ওপর কথা বলতে পারবে।

আরও পড়ুনঃ ৩৭০ অবলুপ্তি, করোনা ধাক্কায় বিপর্যস্ত কাশ্মীরের পর্যটন শিল্প

৩) আদালত জানায়, রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর পরীক্ষা ছাড়া শুধুমাত্র পারফরম্যান্সের ভিত্তিতে ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দিতে পারবে না, কারণ তা বিপর্যয় মোকাবিলা আইনে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার বাইরে।

৪) কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ফাইনাল সেমিস্টারের পরীক্ষা ছাড়া ছাত্রছাত্রীদের পাশ করাতে পারবেনা, তারা ইউজিসিকে আবেদন জানাতে পারবে কোভিড ১৯ প্যান্ডেমিক পরিস্থিতিতে পরীক্ষা পিছিয়ে দেওয়ার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here