রবীন্দ্র প্রয়ান দিবসে ব্যতিক্রমী শ্রদ্ধা নিবেদন ঘাটালের শিল্পীর

0
410

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

Unique art of rabindranath | newsfront.co
নিজস্ব চিত্র

আজ ২২ শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। কবিকে স্মরণ করে নানাভাবে রাজ্য জুড়ে পালিত হচ্ছে কবির প্রয়াণ দিবস। কোথাও কবির সৃষ্টি কবিতা, নাচ, গান দিয়ে কবি বন্দনা করা হচ্ছে তো কোথাও আয়োজন করা হয়েছে নানান সামাজিক কাজকর্ম।

কিন্তু পশ্চিম মেদিনীপুরের এক চিত্র শিল্পী কবিকে স্মরণ করলেন একটু অন্যভাবে।

Unique art of rabindranath | newsfront.co
কবির শ্রদ্ধায় স্মরণে সৃষ্টি।নিজস্ব চিত্র

শিল্পী তাঁর শিল্পসত্ত্বাকে কাজে লাগিয়ে শুধু মাত্র সজনে পাতা দিয়ে আঁকলেন কবির প্রতিমূর্তি।

পশ্চিম মেদিনীপুরের ঘাটালের খড়ার সংলগ্ন দন্দীওপুরের সুমিত বাঙালের এই শিল্প কর্মের মধ্য দিয়ে কবি স্মরণ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে নেটিজনেদের দ্বারা।

বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে কয়েকটি সজনে পাতার দিয়ে বিদ্যাসাগরকে ফুটিয়ে তুলে নেট দুনিয়ায় ভাইরাল ছবির সৃষ্টি যিনি করেছিলেন, সেই সুমিত বাঙালই আজ আবার রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস ২২ শ্রাবণের সকালেই সজনে পাতায় তুলে ধরলেন রবীন্দ্রনাথকে।

পেশায় ও নেশায় চিত্রশিল্পী তিনি । তিনি রঙ পেন্সিলে ছবি আঁকার পাশাপাশি কাঠ, পাথর, সিমেন্টের মতো নানান জিনিস দিয়ে নিজের শিল্পসৃষ্টি তুলে ধরতে পারেন।

আজ ২২ শ্রাবণ বাঙালির প্রাণের কবির প্রয়াণ দিবসের সকালেই বাড়ির সজনে গাছের পাতা দিয়ে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি।

আরও পড়ুনঃ রবীন্দ্র প্রয়ান দিবসে বৃক্ষরোপন উৎসব পালন

তিনি বলেন, আমি আমার আশপাশের সব বস্তুর মধ্যেই আমার শিল্প কল্পনা করে তা সৃষ্টি করতে চেষ্টা করি। কবি গুরু ও বিদ্যাসাগর আমাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবেই জড়িয়ে গিয়েছেন খুব সহজেই তাঁদের আমরা কাছে পাই, যেমনটি আমাদের হাতের নাগালে সব সময় থাকে সজনে পাতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here