টি টোয়ন্টি ম্যাচের উত্তেজনা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের লড়ায়ে

0
173

সুদীপ পাল,বর্ধমানঃ

টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ এর থেকেও চিত্তাকর্ষক হচ্ছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের লড়াই।এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা এবং বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়ার মধ্যেই প্রধান লড়াই চলছে। যদিও এই কেন্দ্রে প্রার্থীর সংখ্যা ছয় জন।

excitation like cricket match at burdwan durgapur loksabha election কিন্তু গণনা নিরিখে সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরী বা কংগ্রেস প্রার্থী রণজিৎ মুখার্জি অনেকটাই পিছিয়ে। তবে সংখ্যাগত দিক থেকে বলা যায় বিজেপি এবং তৃণমূল প্রার্থীর লড়াই অত্যন্ত হাড্ডাহাড্ডি হচ্ছে এবং শেষ না হওয়া পর্যন্ত এক পলকে বলে দেওয়া যাবে না কে জয় লাভ করছে। এখনও পর্যন্ত বর্ধমান -দুর্গাপুরে
বিজেপি ৫৩০০৫৩, তৃণমূল ৫২৩৫৪২ এবং বাম ১৪১১৯৫ টি ভোট পেয়েছে। অর্থাৎ ৬৫১১ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু গণনায় দেখা যাচ্ছে কখনো এই সংখ্যা বাড়ছে কখনো একেবারেই তা কমে যাচ্ছে।

আরও পড়ুনঃ নতুন শাড়ি পড়া হলো না মুনমুনের

একটা সময় ব্যবধান প্রায় কুড়ি হাজারেরও বেশি রেখেছিল বিজেপি কিন্তু সেই সংখ্যার ব্যবধান কমিয়ে তৃণমূল এখন দাঁড়িয়েছে ছয় হাজারের কাছাকাছি ব্যবধানে । দুটি দলই মনে করছেন তারাই এই কেন্দ্র থেকে জয়লাভ করবে। কিন্তু দু’দলের সমর্থকেরা কিছুটা হলেও চিন্তিত তা বেশ বোঝা যাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here