নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
শুক্রবার বেলিয়াবেড়া ব্লকের আশকোলা গ্রামে হল মনসা মাতার পুজো। এই ঐতিহ্যবাহী মনসা পুজোতে প্রতি বছরই ঝাঁপান (সাপের খেলা) দেখতে মেতে ওঠেন গ্রামবাসীরা৷ ঠিক সেইমতো এবছরও ভাটা পড়েনি।
প্রায় পাঁচ হাজার মানুষ জমা হয়েছিলেন এদিন সাপের খেলা দেখতে। ঘট উত্তোলনের পর ঘটের সামনে সাপের খেলা দেখিয়ে দেখিয়ে সারা গ্রাম ঘুরে মন্ডপে পৌঁছান৷ সাপের খেলা দেখাতে পয়সার বিনিময়ে বাইরে থেকে লোক আনা হয়৷
আরও পড়ুনঃ মৎস্যজীবীদের জালে দিঘা মোহনায় উঠল বিশালাকৃতি কইভোল মাছ
সাপের খেলা দেখাতে প্রায় ১০-১৫ টি বিষধর সাপ নিয়ে আসেন ওই ব্যক্তি৷ ওই সাপ গুলো দিয়েই এদিন খেলা দেখান। হাত দিয়ে টানা এক চাকা লাগানো এক গাড়ির উপর এই সব খেলা দেখান। এই খেলা দেখতেই মেতে উঠেছিলেন গ্রামের আট থেকে আশি সকলেই।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584