কার্তিক পূজা নিয়ে ব্যাপক উন্মাদনা চাঁদপুর গ্রামে

0
448

হরষিত সিংহ,মালদহঃ

কার্তিক পূজা নিয়ে ব্যাপক উন্মাদনা হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের দক্ষিণ চাঁদপুর গ্রামে। গত ৬০ বছর ধরে এই পুজো হয়ে আসছে ওই গ্রামে। ষড়ানন পুজো বলেই পরিচিত এই পুজা। জানা গিয়েছে, বিগত ৬০ বছর আগে এলাকারই কয়েকজন মনস্কামনা পূর্ণ হওয়ার পর কার্তিক পূজা শুরু করেন। কার্তিক প্রতিমার বিশেষত্ব হল প্রতিমার ছয়টি মাথা এবং ছয়টি হাত । নিশি রাতে পুজো করা হয় এই প্রতিমার।

কার্তিক প্রতিমা।ছবিঃঅভিষেক দাস

এই পুজোর বিশেষত্ব রয়েছে, যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা কার্তিক প্রতিমা মন্দিরে দান করেন । এই বছর প্রায় ৪০ টি মাটির প্রতিমা ভক্তরা সেখানে দান করেছেন । সেই প্রতিমা গুলিকেও পুজো করা হয়।
মন্দিরের পুরোহিত শিবানন্দ শর্মা জানান, একসময় অসুররা স্বর্গ রাজ্য দখল করেছিল সেই সময় দেবতারা স্বর্গ থেকে পালিয়ে গিয়েছিলেন। দৈববাণী হয়েছিল শিব ও পার্বতীর যে সন্তান হবে সেই সন্তানই অসুরদের বধ করবে। এরপর কার্তিকের জন্ম হয়। এরপর ৬ জন মহিলা বিভিন্নভাবে লালন পালন করতে চেয়েছিল তাকে। সেই সময় ষড়ানন রপে কার্তিক তাদের মনস্কামনা পূর্ণ করে । ৬ মাথা যুক্ত সেই রূপকে ষড়ানন রূপে পূজা করা হয়। সেই আদলে ছটি মাথা যুক্ত কার্তিক প্রতিমা পূজা করে আসছেন দক্ষিণ চাঁদপুরের গ্রামবাসীরা। এই পূজা উপলক্ষে বিশাল মেলাও বসে সেখানে।

আরও পড়ুনঃ বনদেবীর রাজ্যে দেবী জগদ্ধাত্রীর পূজা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here