তিনদিনের নক-আউট ফুটবল টুর্নামেন্ট ঘিরে উদ্দীপনা

0
38

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মুগবসান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় মুগবসান ফুটবল মাঠে তিন দিন ব্যাপী আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ক্লাব এই খেলায় অংশগ্রহন করেছিল।

excitement for three days knockout football tournament
নিজস্ব চিত্র

ষোলো দলীয় নকআউট ফুটবল খেলায় মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি ফুটবল টিম বিজয়ী এবং ধানসোল যুব সংঘ বিজিত হয়। ক্লাবের পক্ষ থেকে বিজয়ী মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি ফুটবল টিমকে একটা সুদৃশ্য ট্রফি, ত্রিশ হাজার টাকার চেক ও একটি মানপত্র দেওয়া হয় এবং বিজিত ধানসোল যুব সংঘকে একটা সুদৃশ্য ট্রফি, পঁচিশ হাজার টাকার চেক ও একটি মানপত্র দেওয়া হয়।

excitement for three days knockout football tournament
নিজস্ব চিত্র

প্রতি ম্যাচের একজন করে খেলোয়াড়কে ম্যান অফ দা ম্যাচ পুরস্কার, ম্যান অফ দা সিরিজ ও বেস্ট গোলকিপার পুরস্কার ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও ক্লাবের পক্ষ থেকে প্রাক্তন সদস্য ও প্রবীন নাগরিকদের বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নেতা রোহিত, বিশ্রাম কোহলির

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় পান, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত ,ক্লাবের প্রাক্তন সদস্য বিশিষ্ট সমাজসেবী মহম্মদ রফিক , বিশিষ্ট সমাজসেবী হাসানুর জামান ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সহ অনেকেই। প্রত্যেকে উপস্থিত থেকে খেলার গৌরবকে বাড়িয়ে দিয়েছেন। ক্লাবের প্রাক্তন সদস্য বিশিষ্ট সমাজসেবী মহম্মদ রফিক বলেন, “এই ক্লাবের প্রাক্তন সদস্য হিসেবে এইরকম এক মহৎ খেলাধূলার প্রোগ্রামে উপস্থিত হয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে।

excitement for three days knockout football tournament
নিজস্ব চিত্র

সর্বত্র যেখানে খেলাধূলা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে মুগবসান স্পোর্টিং ক্লাব প্রতি বছরের ন্যায় খেলাধূলাকে চালিয়ে নিয়ে যাচ্ছে।এই জন্য তিনি সম্পাদক জাকির হোসেন চৌধুরী সহ সকল সদস্যকে অশেষ ধন্যবাদ জানান।” এই খেলাকে নিয়ে এলাকার মানুষের মধ্যে এক চরম উন্মাদনা সৃষ্টি হয়। এলাকার মানুষের মধ্যে এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here