নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুরঃ
সোমবার থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেডিয়ামে শুরু হল কোচবিহার ট্রফির এলিট গ্রুপ এ এবং বি গ্রুপের বাংলা বনাম মধ্যপ্রদেশ-এর ম্যাচ।বালুরঘাট স্টেডিয়ামের বাইশ গজে মধ্যপ্রদেশের শক্তিশালী ব্যাটিং লাইনকে প্রথম ইনিংসে ২২৫ রানে আটকে দিয়ে ম্যাচের প্রথম দিনেই চালকের আসনে বাংলা। বি.সি.সি.আই-এর আয়োজনে সি.এ.বি-র পরিচালনায় এবং দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা-র ব্যবস্থাপনায় কোচবিহার ট্রফির এই ম্যাচের স্থান বালুরঘাট স্টেডিয়াম হওয়ার কারনে এমনিতেই দক্ষিণ দিনাজপুর জেলার ক্রিকেটপ্রেমীরা ক্রিকেট জ্বরে, সেই সময় জাতীয় ক্রিকেটের মানচিত্রে বালুরঘাট স্টেডিয়ামের নাম প্রত্যক্ষ করতে পারা জেলার ক্রিকেটপ্রেমীদের মধ্যে যেন একলাফে উন্মাদনা বাড়িয়েছে বহুগুন।জেলার ক্রীড়াপ্রেমী জনসাধারনের ক্রিকেটের প্রতি ভালবাসা আবেগকে সম্মান জানিয়ে ম্যাচের ব্যবস্থাপক দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা-র সাধারণ সম্পাদক গৌতম গোস্বামী সাংবাদিক বৈঠক করে সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়েছেন আগামীদিনে তারা চেষ্টা করবে রনজি ট্রফির ম্যাচ আয়োজন করার। সেই সঙ্গে বালুরঘাট স্টেডিয়ামের পাশাপাশি
বালুরঘাট শহরের মতন গঙ্গারামপুর শহরকেও তারা যে জাতীয় স্তরের ক্রিকেটের মানচিত্রে আনতে চান তা তিনি সাংবাদিকদের স্পষ্ট করে জানান।প্রসঙ্গত উল্লেখ যে কোচবিহারের মহারাজার নামে নামাঙ্কিত এই কোচবিহার ট্রফি নামক ক্রিকেট প্রতিযোগীতাটি শুরু হয় ১৯৪৫-১৯৪৬ ক্রিকেট মরশুমে। জন্মলগ্ন থেকে ১৯৮৬-১৯৮৭ ক্রিকেট মরশুম পর্যন্ত এই কোচবিহার ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট ছিল স্কুল স্তরের প্রতিযোগীতা।কিন্তু ১৯৮৭-১৯৮৮ ক্রিকেট মরশুম থেকে এই কোচবিহার ট্রফি স্কুল স্তরের পরিবর্তে অনুর্দ্ধ ১৯ ক্রিকেট প্রতিযোগীতায় উন্নীত হয়।৬ ম্যাচে ২৫ পয়েন্ট ঝুলিতে নিয়ে গ্রুপ তালিকায় চার নন্বরে থাকা মধ্যপ্রদেশ-এর অধিনায়ক রিসভ চৌহান সোমবার সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এদিন বালুরঘাট স্টেডিয়ামে খেলা শুরু হয় ঘন্টা বাজিয়ে। বাংলা দলের বোলারদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে এদিন মধ্যপ্রদেশের শক্তিশালী ব্যাটিং লাইন আপ শুরুর দিকে চাপের মুখে পড়ে যায়। মাত্র ২৮ রানে পরপর দুই উইকেট হারিয়ে প্রথম সেশনে রীতিমত চাপে যখন মধ্যপ্রদেশ শিবির সেই সময় শেষ ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে সেঞ্চুরি করা মধ্যপ্রদেশ দলের ব্যাটিং-এর অন্যতম স্তম্ভ বিক্রান্ত সিং ভাদোরিয়াকে শূণ্য রানে ড্রেসিং রুমে ফেরৎ পাঠিয়ে দেন বাংলার বোলার কুনাল কুমার। তার কিছুক্ষণ পরে বাংলার প্রয়াস রায় বর্মর্ণের বলে মধ্যপ্রদেশ দলের রাহুল চন্দ রায় মাত্র ১৯ রানে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরৎ আসলে ইরফান আলি এবং অধিনায়ক রিসভ চৌহান মাটি আঁকড়ে পিচে পড়ে থেকে লড়াই চালিয়ে দলকে প্রাথমিক বিপদমুক্ত করলেও রিসভ চৌহান ৫১ রান করে আউট হতেই বাংলার করন লাল এবং প্রয়াস রায় বর্মণদের বোলিং-এর বিরুদ্ধে সেইভাবে কেউ প্রতিরোধ গড়তে পারেনি। তবে জোড় লড়াই চালিয়ে ইরফান আলি এদিন সেঞ্জুরি করে দলকে সম্মানজনক রানে পৌছে দেন। অপরদিকে বাংলা দলের করণ লাল এদিন ৭৩ রান দিয়ে ৪ উইকেট এবং প্রয়াস রায় বর্মণ ৫৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে মধ্যপ্রদেশ দলের ব্যাটিং-এর উপর দুরমুশ চালিয়ে দেন।প্রথম দিনের খেলা শেষে মধ্যপ্রদেশ ৮৭.১ ওভার ব্যাট করে ২২৫ রানে অল আউট হয়ে যায়। সুতরাং ম্যাচের প্রথম দিনেই চালকের আসনে বাংলা।
আরও পড়ুন: ইতিহাস,পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের কর্মশালা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584