ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিরুদ্ধে মত দিল বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য গণ।
বিশ্ববিদ্যালয়ের অন্যতম মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানান যে এক্সিকিউটিভ কাউন্সিলের মোট ১৫ সদস্যের মধ্যে ১২ জন এই নাম পরিবর্তনের বিরুদ্ধে মত দিয়েছেন।বাকি ৩জনের উত্তর পাওয়া যায়নি।
উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ২০১৮ সালে জেলার নাম পাল্টে প্রয়াগরাজ রাখে। তারপর কেন্দ্র সরকার সেই সিদ্ধান্তে শিলমোহর দেয়। তারপর প্রস্তাব ওঠে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের।
সাম্প্রতিক কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক পুণরায় নাম পরিবর্তন নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের মতামত চাইলে শিক্ষক তথা বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বিরোধীতায় মুখর হয় । এমনকি এক প্রাক্তন পড়ুয়া রাষ্ট্রপতিকে চিঠি লিখে হস্তক্ষেপ করতে অনুরোধ করে। শুধু তাই নয় বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা করোনা লকডাউনের মাঝে এই নাম পরিবর্তনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অনলাইন ভোটাভুটি শুরু করে।
আরও পড়ুন:বৈদিক শিক্ষা ফিরিয়ে এনে বিজ্ঞানে জোরঃ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী
নিয়ম অনুযায়ী ১৮৮৭সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে গেলে এই প্রস্তাব এক্সিকিউটিভ কাউন্সিল দ্বারা পাশ করাতে হবে।তারপর পাশ করাতে হবে পার্লামেন্টে। সবশেষে প্রয়োজন রাষ্ট্রপতির অনুমতি। রাষ্ট্রপতি অনুমতি দিলে বিশ্ববিদ্যালয়ের আইনকানুন সহ নাম পরিবর্তন করা যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584