গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
ভূস্বর্গ কাশ্মীর এক সময়ে সরস্বতী দেবীর নামে সারদা দেশ বলে পরিচিত ছিল।শাণ্ডিল্য ঋষি এই স্থানে তপস্যা করে সরস্বতীর বর লাভ করেন।
এছাড়াও অসংখ্য ঋষি এই ক্ষেত্রে তপস্যা করেছিলেন। এই স্থান পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে থাকাতে দীর্ঘকাল ধরে এই স্থানে ভারতীয়রা যেতে পারেন না। এবং মন্দিরটির অবস্থাও খুব শোচনীয়।
বর্তমানে শ্রী রবীন্দর পণ্ডিতার নেতৃত্বে এই স্থানে ভারতবাসীদের প্রবেশের জন্য আন্দোলন চলছে। জলপাইগুড়ির মোহিতনগরে সারদা ভাষাবিদ জগন্নাথ গবেষক কৌস্তুভ বাগচীর উদ্যোগে তার বাসভবনে সরস্বতী পুজোর সাথে সাথে এই বিষয়ে একটি প্রদর্শনী আয়োজিত হয়েছে। উত্তরবঙ্গ তথা সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে সারদা পীঠ নিয়ে এই প্রথম কোনও প্রদর্শনী অনুষ্ঠিত হল।
আরও পড়ুনঃ কেশিয়াড়িতে সরস্বতী পুজোর থিমে সৌমিত্র
সারদা ভাষাবিদ গবেষক জানান, “সারদা পীঠ ও তার ইতিহাস,সারদা লিপি এবং বর্তমানে সেভ সারদা কমিটির রবীন্দর পণ্ডিতার নেতৃত্বে এই আন্দোলন সম্পর্কে পশ্চিমবঙ্গের মানুষদের জানাতে এই ধরনের প্রদর্শনী আয়োজন করা হয়েছে।”
সেভ সারদা কমিটির প্রধান রবীন্দর পণ্ডিতা এই জন্য সারদা লিপি বিশারদ জগন্নাথ গবেষক কৌস্তুভ বাগচী কে ধন্যবাদ জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584