সুদীপ পাল, বর্ধমানঃ
যে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকারা নিয়মিত পঠন-পাঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন সেই বিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত হচ্ছে, অথচ অনুষ্ঠানের মাঝ পথেই চলে গেলেন বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকা। বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিল আউসগ্রামের ভেদিয়া উচ্চ বিদ্যালয়ে। এই ঘটনায় বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ বিদ্যালয় প্রাক্তনী এবং অভিভাবকদের একাংশ। যদিও শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য, অনুষ্ঠানের ব্যাপারে কোনো রকম আলোচনা তাঁদের সাথে করা হয়নি। ফলে কতক্ষণ অনুষ্ঠান চলবে সে বিষয়ে তাঁরা কিছুই জানতেন না।
শতবর্ষ অনুষ্ঠানে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শ্রীধর প্রামাণিক, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দেবব্রত দাশগুপ্ত এবং অন্যান্য অতিথিরা মঞ্চে উপস্থিত ছিলেন। সেই সময় এই ঘটনা ঘটায় বিড়ম্বনায় পড়েন প্রধান শিক্ষক। প্রাক্তনীদের বক্তব্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম দিয়ে লিফলেট বিলি করা হয়েছে, এলাকায় মাইক নিয়ে প্রচার করা হয়েছে তার পরেও যদি শিক্ষকরা দাবি করেন যে তাঁরা কিছু জানেন না তাহলে সে দাবি হাস্যকর।
যদিও শিক্ষক-শিক্ষিকাদের দাবি তাঁরা নির্ধারিত সময়ের পরে বিদ্যালয় ছেড়েছেন। তাঁদের সাথে বিদ্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ অনুষ্ঠান নিয়ে আলোচনা করেননি। কতক্ষন অনুষ্ঠান চলবে তা যেমন তারা জানতেন না তেমনি যাঁরা দূর থেকে আসেন তাঁদের রাতে থাকারও কোন বিশেষ ব্যবস্থা না থাকায় বেরিয়ে যেতে হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ মিশ্র এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেন। কেন শিক্ষক-শিক্ষিকারা চলে গেলেন তা জানতে চাওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584