নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ
শহরে ফের বিস্ফোরণ, বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ বাগুইহাটির একটি বহুতলের একতলায় বিস্ফোরণের আগুনে মৃত দুই ব্যক্তি। ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে সারা এলাকা,তার জেরেই চাঞ্চল্য ছড়াল এলাকায়। বিস্ফোরণের শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

পুলিশ সূত্রে জানা সূত্রে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে ঐ বিস্ফোরনের জন্য বহুতলের দরজা, জানালা ভেঙে যায়। ঐ বহুতলের একতলায় ভাড়া থাকতেন দুই ভদ্রলোক, পেশায় পাইপের মিস্ত্রী। তাদের দুজনেরই মৃত্যুর হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুনঃ বৈদ্যুতিন খুঁটিতে কাজ করতে গিয়ে আহত ১
স্থানীয় এক বাসিন্দার দাবি, সকালে বিস্ফোরণের পরেই সবাই বাইরে বেরিয়ে দেখি ঐ বহুতল টির একতলায় আগুন জ্বলছে,তারপর ওখান থেকে দুই যুবককে পুরো দগ্ধ অবস্থায় বের করি।
যদিও দমকল এবং পুলিশের প্রাথমিক তদন্তের পর অনুমান শটসার্কিট থেকে এমন ঘটনা ঘটেছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584