ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
আফগানিস্তানে বড়োসড়ো বিস্ফোরণে নিহত ২৪ জন, আহত আরও ৩২ জন।
A powerful bomb at an election rally for Afghanistan’s president has killed at least 24 people and wounded dozens more https://t.co/KuRbPD5OZz
— The Times (@thetimes) September 17, 2019
আজ মঙ্গলবার ঘটনাটি ঘটে আফগানিস্তানে পরওয়ান প্রদেশের রাজধানী চরিকর শহরে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘনির নির্বাচনী সভাস্থলের প্রবেশদ্বারের সম্মুখেই এই বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।
ঘটনার জেরে, প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন। এই ঘটনার পিছনে কোন রাজনৈতিক চক্রান্ত নাকি কোন জঙ্গি সংগঠনের নাশকতা এখনো স্পষ্ট নয়।
আরও পড়ুনঃ মাথাভাঙায় বাজার দখলকে কেন্দ্র করে পুলিশ-তৃনমূলে ধুন্ধমার, আহত ৮ পুলিশ কর্মী
একই সাথে আফগানিস্তানে কাবুলের গ্রীন জোন নামে গুরুত্বপূর্ণ এলাকায় পৃথক একটি বিস্ফোরণ ঘটে । ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পৃথক স্থানে ঘটা দুটি বিস্ফোরণের মধ্যে কোন যোগ সাদৃশ্য আছে কিনা তার তদন্তে নেমেছে আফগানিস্তানের তদন্তকারী দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584