নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিহারের বেলা রেল কারখানায় আচমকাই বিস্ফোরণ। আহত হলেন এক সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার-সহ চারজন। জল জমে থাকা একটি জায়গায় ক্রেন থেকে গরম রাসায়নিক তরল পড়ে গিয়েই এই বিস্ফোরণ হয়েছে।
প্রাথমিক তদন্তে এমন তথ্যই উঠে এসেছে বলে জানান সারণ জেলার পুলিশ সুপার হরিকিশোর রাই। বৃহস্পতিবারের এই বিস্ফোরণে কারখানার শেড ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্রেনের সামনের কাঁচ ভেঙে গিয়েছে।
আরও পড়ুনঃ পঞ্চাশ ছুঁই ছুঁই সোনা, বেড়েছে রূপোর দামও
কারখানার মুখ্য প্রশাসনিক আধিকারিক উত্তম কুমার জানিয়েছেন, বিস্ফোরণের জেরে চারজনের শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে। সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার প্রমোদ কুমার এবং ক্রেন অপারেটর অমিত কুমারের অবস্থা জটিল। তাঁদের পাটনার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
বাকি দু’জনকে সারণের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল কারখানায় বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানান কারখানার অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার ডিকে মিশ্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584