নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বাংলার রাজনীতিতে ইতিমধ্যেই বিরোধী প্রধান শক্তি হিসেবে পদ্ম শিবির রয়েছে।সেই লক্ষ্য নিয়ে আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে পশ্চিম বাংলাকে,সেই লক্ষ্যেই রাজ্যে একের পর এক সভা করে চলেছে পদ্ম শিবির, আজ পূর্ব মেদিনীপুরে কাঁথিতে মহাসভার আয়োজন করেছে পদ্ম শিবির, যেখানে একের পর এক তাবড় নেতা ভাষণ দেন, এ দিন বিজেপির তরফ থেকে প্রধান বক্তা হিসেবে অমিত শাহ বক্তব্য দেন।
ইতিমধ্যেই লোকসভাকে সামনে রেখে পশ্চিম বাংলাকে সোনার বাংলা ডাক দিয়েছে পদ্ম শিবির,এ দিন অমিত শাহর নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন,”বিজেপি যত বার সভা করতে চাইছে তার প্রধান বাধা হিসেবে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,আমরা চাই গ্রাম বাংলার প্রতিটি গ্রাম গঞ্জে ঘুরে ঘুরে মানুষের পাশে যেতে,কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চান না,ইতিমধ্যেই যে সভাস্থলের সভা করেছেন সেই সভার অনুমতি দেয়নি বর্তমান সরকার,আইনি প্রক্রিয়ায় আমরা তাঁর অনুমতি পাই,ইতিমধ্যেই এর জন্য এই জেলার এডিএম কে বদলি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’
এ দিন মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি আরও বলেন এই রাজ্যে পঞ্চান্ন হাজার কল কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে সেই কল কারখানাগুলোর খোলার কোনও চেষ্টাই করেননি বর্তমান সরকার, এমনই অভিযোগ করেন অমিত শাহ,বরং বোমার কারখানা তৈরি করেছে এ রাজ্যে,তিনি আরও অভিযোগ করেন এ রাজ্যে সারদা রোজভ্যালি বিভিন্ন চিটফান্ডের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কেন পদক্ষেপ নিচ্ছেন না।তিনি বলেন মুখ্যমন্ত্রী নাকি ভাল প্রিন্টিং করতে পারেন আবার সেই প্রিন্টিং নাকি কোটি কোটি টাকায় বিক্রি হয় এবং তার ক্রেতা হল ওই সারদা,রোজভ্যালি বিভিন্ন চিট ফান্ডের মালিকেরা ফলে সেই বিষয় নিয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু তাই নয় বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এ রাজ্যে প্রবেশ করেছেন বেআইনি ভাবে এবং তাতে মদত করছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা কর্মীরা এমনই অভিযোগ করেন অমিত শাহ।রাজ্যে দুর্গাপূজা ও সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে এমনই বিস্ফোরক মন্তব্য করেন অমিত শাহ।তাছাড়াও অমিত মন্তব্য করেন ইদানীং দেখা যাচ্ছে কংগ্রেসের দশ বছরে সোনিয়া গান্ধী ও মনমোহন সিংহের সরকার টু জি কেলেঙ্কারিতে বারো লাখ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে,এখন আবার দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী নেমে পড়েছে ময়দানে অত দুই জন মিলে যদি বারো লাখ কোটি টাকার কেলেঙ্কারি করেন তাহলে তিন জনে কত করবেন?
আরও পড়ুনঃ তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস ছেড়ে দেওয়ার শপথ অধীরের
এই সরকারও যেমন পরিবারতন্ত্র সরকার,তেমনই আবার এই রাজ্যে পিসি ভাইপোর তন্ত্র চলছে অতএব বোঝাই যাচ্ছে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে অমিল কিছু নেই,এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।এদিন এই সভার মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাহুল সিনহা, কৈলাস বর্গীয়, মুকুল রায়, জয় ব্যানার্জি সহ একাধিক বিজেপি নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584