দিদি মোদীর যোগ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সুজনের

0
157

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Explosive comments of sujan
নিজস্ব চিত্র

শনিবার সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাও এবং কুনরে রায়গঞ্জ আসনের বামফ্রন্ট প্রার্থী মঃ সেলিমের প্রচারে এসে বিস্ফোরক মন্তব্য করে চাঞ্চল্য সৃষ্টি করেন।সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জনসভায় বলেন, “দিদি-মোদী প্রকাশ্যে লোক দেখানো যতই কাদা ছোড়া-ছুড়ি করুক দিদি মোদী এই লোকসভা আসনে কম করেও ১৫-২৫টি দুই পক্ষের দুর্বল আসনে তৃণমূলের সাথে বিজেপি এই রাজ্যে সমঝোতা করে লড়ছে।এই রাজ্যে দিদি মোদীর মধ্যে সমঝোতা না হলে অনেকদিন আগেই দিদির দলের তাবর তাবর এম পি,মন্ত্রী ও বিধায়ক গ্রেপ্তার হয়ে যেতেন।দিদি মোদীর মধ্যে যদি সমঝোতা না থাকে কি করে ভাইপোর স্ত্রীর সোনা কাস্টমের কাছ থেকে রাজ্য পুলিশ সযত্নে ভাইপোর কাছে পৌঁছে দেয় গভীর রাতে?তাই এসব লোক দেখানো নাটক করছেন ভাইও বহিনো এবং রাজ্যের দিদি।”

Explosive comments of sujan
নিজস্ব চিত্র

সুজন চক্রবর্তী বলেন,”একজন সুবক্তা,স্বচ্ছ মানুষকে আপনারা বিগত নির্বাচনে যেমন জয়ী করেছিলেন এবারেও বামফ্রন্ট প্রার্থী মঃ সেলিমকে বিপুল ভোটে নির্বাচন করবেন বলেই বিশ্বাস করি।”
অন্য একটি জনসভায় রাজ্যের আদিবাসী মহিলা নেত্রী দেবলীনা হেমব্রম বলেন, তৃণমূল সরকার দূর্নীতির সরকার বলেই সর্বত্র প্রশংসা অর্জন করেছে।এই সরকার শুধুমাত্র কসমেটিক উন্নয়নে পারদর্শী।যেখানেই উন্নয়ন সেখান থেকেই কত মানি,যেখানেই চাকরী সেখানেই ১৫লক্ষ টাকা রেট বেঁধে দিয়েছেন।এই সরকারকে আপনারা এনেছিলেন খুব ভালো করেছিলেন।এনে কি দেখলেন?৩৪বছরে যা দেখেন নি তা ৮বছরের মধ্যেই তৃণমূলের আসল রুপ দেখিয়ে দিয়েছে।এর পরেও কি বলতে হবে আমাদের প্রার্থীকে ভোট দিন।”

আরও পড়ুনঃ পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করেছে,রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ বিমানের

জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবব্রত সরকার,ভারতেন্দ্র চৌধুরী সহ বিশিষ্ট বাম নেতৃত্ব।সুজন চক্রবর্তী ও দেবলীনা হেমব্রমের বক্তব্য শুনবার জন্য দুই স্থানেই প্রচুর মানুষের ভিড় হয়।এদিন বাম প্রার্থীর প্রচারে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করেন বক্তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here