মোদী এক হাইফেনে ভারতকে পাকিস্থানের সাথে বসিয়েছে, সংবাদিক সম্মেলনে যশবন্ত

0
52

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

আবারও প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন বিজেপি সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা।

Explosive comments of yashbant against modi
যশবন্ত সিনহা।ছবিঃ দি ইন্ডিয়ান এক্সপ্রেস

গোপালে এক সাংবাদিক বৈঠকে এসে তিনি দাবি করেন,২০০২ সালে গুজরাট দাঙ্গার পরে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী তথা বিজেপির অন্যতম প্রধান মুখ নরেন্দ্র মোদীকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন।

তিনি জানান,”গুজরাতের সাম্প্রদায়িক দাঙ্গার পর বাজপেয়ি সিদ্ধান্ত নিয়েছিলেন নরেন্দ্র মোদীকে দল থেকে পদত্যাগ করতে হবে।”

তিনি আরও জানান,”২০০২ সালে গোয়াতে জাতীয় একজিকিউটিভ কমিটির বৈঠকে অটল বিহারী মনস্থির করেন মোদি পদত্যাগ না করলে গুজরাতের সরকার ভেঙ্গে দেওয়া হবে।”

কিন্তু প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শেষ পর্যন্ত তার সিদ্ধান্তে অটল থাকতে পারেননি।তার কারণ হিসেবে সিনহা উল্লেখ করেন তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী এ কে আদবানী বাজপেয়ির এই সিদ্ধান্তের বিরোধিতা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার হুঁশিয়ারি দেন।এ প্রসঙ্গে তিনি বলেন,”একটি দলীয় বৈঠক হয়েছিল।আমি যতদূর জানি,আদবানী এই সিদ্ধান্তের ঘোর বিরোধী ছিলেন।উনি অটল বিহারীকে বলেছিলেন,যদি মোদীকে দল থেকে বহিষ্কার করা হয়,তবে তিনি নিজে সরকার থেকে ইস্তফা দেবেন।অগত্যা সিদ্ধান্ত বদলাতে হয় বাজপেয়িকে।”

আরও পড়ুনঃ ন্যায্য বেতনের দাবিতে অবস্থান বিক্ষোভ

পাশাপাশি পাকিস্তানকে কেন্দ্র করে নানা রকম ইস্যু তৈরি করে লোকসভা ভোটের আগে রাজনীতির রং চড়ানো নিয়ে বিজেপি তথা মোদীকে কটাক্ষ করে তার মন্তব্য,”আমরা পাকিস্তানের সমতুল্য দেশ? মোদী ভারত আর পাকিস্তানকে হাইফেনের এদিক ওদিকে বসিয়েছে।কই চিনকে নিয়ে তো কোনও আলোচনা হয় না?কেন হয়না?কারণ পাকিস্তানের প্রসঙ্গ তুললে দেশের মানুষের কাছ থেকে যে প্রতিক্রিয়া পাবে, চিনকে নিয়ে তেমন পাবে না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here