নিজের মত প্রকাশ মানেই তা আদালত অবমাননা নয়ঃ প্রশান্ত ভূষণ

0
48

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রশান্ত ভূষণের বিরুদ্ধে সুপ্রিমকোর্ট ২২ জুলাই নোটিশ জারি করে ৫ অগাস্ট শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেয়। প্রশান্ত ভূষণ বিচার ব্যবস্থার দুরবস্থা সম্পর্কে দুটি টুইট করেন, সেগুলি ভারতীয় বিচার ব্যবস্থা সম্পর্কে হানিকর ও বিচার ব্যবস্থার প্রতি দুর্নাম করা হয়েছে এই মর্মে তাঁর বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা শুরু হয়, যার শুনানি আগামী ৫অগাস্ট।

Prashant Bhusan | newsfront.co
প্রশান্ত ভূষণ। ফাইল চিত্র

এই নোটিশের উত্তরে প্রশান্ত ভূষণ জানান, ব্যক্তিগত মত প্রকাশ মানেই আদালত অবমাননা নয়। প্রশান্ত ভূষণ নিজেও একটি মামলা করেছেন যার বিষয়বস্তু হল, ব্যক্তিগত মত প্রকাশ মতের পার্থক্য তৈরি করতে পারে, তা নিয়ে আলোচনা চলতে পারে কিন্তু তা কখনোই আদালত অবমাননার জন্য ফৌজদারি মামলার বিষয় হতে পারে না।

শ্রী ভূষণ আরও বলেন যে, তাঁর অভিযোগ বিগত তিনমাসেরও বেশি সময় কোর্ট বন্ধ থাকার কারণে বিচার প্রার্থীদের সমূহ ক্ষতি হচ্ছে, যারা ডিটেনশনে আছেন, দরিদ্র অনেক মানুষ যাঁরা আদালতের ভরসায় রয়েছেন তাঁদের এই ক্ষতি পূরণ হবে কি ভাবে?

আরও পড়ুনঃ করোনায় মৃত তেলেঙ্গানার সিপিএম নেতা সুন্নাম রাজাইয়া-র

” গণতান্ত্রিক ব্যবস্থা তখনই বজায় রাখা সম্ভব যখন বিচার বিভাগ সহ সব রকম ব্যবস্থা সাধারণ মানুষের জন্য কাজ করে, এবং মানুষের সমস্ত রকম অধিকার থাকে এই প্রতিটি সংস্থা সম্পর্কে স্বাধীন ভাবে নিজের মত প্রকাশ করার ও সমালোচনা করার।

তিনি আরও লিখেছেন সংবিধানের ১৯(১)(ক) ধারা মানুষের মত প্রকাশের অধিকারকে সম্পূর্ণ রূপে নিশ্চিত করে। তিনি লিখেছেন, কোনো সংস্থা বা ব্যবস্থা যখন মানুষের সুস্থ মত প্রকাশের অধিকারকে খর্ব করে এবং সেই মত যখন বিশেষ করে জনস্বার্থে, সেটা কখনোই প্রয়োজনীয় বাধা হতে পারে না।

আরও পড়ুনঃ ইউপিএসসি’র ফল প্রকাশ, আইএস-আইপিএস পদে নিয়োগ

সব রাষ্ট্রীয় সংস্থার কিছু দায়বদ্ধতা থাকে সাধারণ মানুষের কাছে, তা থেকে বিচ্যুত হলে যদি কেউ প্রশ্ন তোলেন বা সমালোচনা করেন তা বন্ধ করার অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রের বিচার ব্যবস্থার নেই।

শ্রী প্রশান্ত ভূষণের হলফনামায় স্পষ্ট করে আরও বলা আছে, সংবিধানের ১২৯ ধারা যেখানে আদালত অবমাননার কথা বলা রয়েছে, সেটি অনেক ক্ষেত্রেই রাষ্ট্রশক্তি , বিচার ব্যবস্থা নিজেদের রক্ষাকবচ হিসেবে ব্যবহার করে থাকে। সুপ্রিম কোর্টের অধিকার এবং কর্তব্য সম্পর্কে জ্ঞাত কোনো ব্যক্তিই এই জাতীয় অভিযোগে ভীত হবেন না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here