পিয়ালী দাস, বীরভূমঃ
মামলা , অভিযোগ ,পাল্টা মামলা এই বিষয়গুলো নিয়েই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সদাব্যস্ত। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একটি সিদ্ধান্ত ঘিরে উত্তাল সমগ্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বর । পৌষ মেলার মাঠ কে প্রাচীর দিয়ে ঘিরে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রবিবার সকাল বেলায় বিশ্বভারতীর প্রাক্তনী সহ ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষ পথে নামলেন।
বিশ্বভারতীর প্রাক্তনী শুভলক্ষ্মী গোস্বামী জানিয়েছেন বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী যেভাবে বিশ্বভারতী পরিচালনা করছেন তা বিশেষ ভাবে বিশ্বভারতীর আদর্শের পরিপন্থী ৷ নিজের মতো করে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। কখনও অধ্যাপকদের কণ্ঠরোধ করা হচ্ছে আবার কখনও ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া হয়েছে ৷ অতীতে কোন উপাচার্য এই ধরণের বিশ্বভারতীর স্বার্থবিরোধী কাজ করেননি ৷
প্রাক্তন হিসেবে তিনি অভিযোগ করেন সকালে তারা যখন মেলার মাঠের প্রাচীর দেওয়ার কাজ চলছে দেখে প্রতিবাদ করেন, তখন উপাচার্যের নেতৃত্বে তাকে ঘিরে ধরে কার্যত হেনস্থা করা হয় ৷ বিষয়টি নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ।
আরও পড়ুনঃ রাজভবনের ওপর নজরদারি, গোপন তথ্য বাইরে আসছে! অভিযোগ রাজ্যপালের
অন্যদিকে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির পক্ষে শৈলেন মিশ্র অভিযোগ করেন সরকারের নির্দেশ অমান্য করে উপাচার্য জমায়েত করেন মেলার মাঠে, দেশজুড়ে যে মহামারি চলছে তার জন্য কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করেছে যে একসাথে ৫০ জনের বেশি কোথাও জমায়েত করা যাবে না ৷ সেই নির্দেশও উপাচার্য ভঙ্গ করছেন ৷ যে কোন মূহুর্তে মহামারিতে আক্রান্ত হয়ে বহু মানুষের প্রাণ যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছেন তিনি ।
আরও পড়ুনঃ করোনা আবহের মধ্যেই ফের শুরু বৈষ্ণোদেবী যাত্রা
সরকারের নিয়ম লঙ্ঘনের জন্য উপাচার্যের বিরুদ্ধে ইতিমধ্যে শান্তিনিকেতন থানায় একটি অভিযোগ করা হয়েছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির তরফে। উপাচার্যের হিটলারি শাসনের সামনে নতজানু হয়েছে বিশ্বভারতীর সমস্ত কর্মীবৃন্দ ৷ প্রকাশ্যে কেউ মুখ না খুললেও অধ্যাপকদের দাবি মেলারমাঠ ঘিরে ফেলার সিদ্ধান্ত তারা মেনে নিচ্ছেন না।
তবে মেলার মাঠ বাঁচাও কমিটির সদস্যদের দাবি উপাচার্য যদি তার সিদ্ধান্ত থেকে না সরে আসেন তবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন হবে বিশ্বভারতী জুড়ে। এদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষ ঠিকাদারকে মারধরের ঘটনায় বোলপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিং এর বিরুদ্ধেও শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584