কবির হোসেন, মুর্শিদাবাদঃ
সালার ডাকবাংলো প্রাঙ্গণে সুশ্রুত আই ফাউন্ডেশনের সহযোগিতায় আজ সকালে আয়োজন করা হয় হল চক্ষু পরীক্ষা শিবিরের। এই শিবিরে সালার ব্লকের আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষ চক্ষু সমস্যা, ছানি ইত্যাদি নিয়ে চক্ষু পরীক্ষা শিবিরে আসেন।

এই শিবিরের উদ্বোধন করেন মুর্শিদাবাদ বহরমপুর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আনারুল ইসলাম এবং এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ইমতিয়াজ আহামেদ ঝন্টু। এদিন প্রায় ১০০ জন সাধারণ মানুষ তাদের চোখ পরীক্ষা করান এবং বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পরীক্ষকগণ পরবর্তী সুচিকিৎসার ব্যবস্থা করেন।

এছাড়া চক্ষু জনিত সমস্যার কারণে সুশ্রুত আই ফাউন্ডেশন ও সহযোগী ইমতিয়াজ আহমেদ রোগীদের চশমা দেওয়ার ব্যবস্থাও করেন। এই ধরনের শিবির মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় আয়োজন করা হবে এবং আগামীতে আরো বড় বড় কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584