রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
ফরাক্কা থানার আই.সি উদয়শঙ্কর ঘোষের উদ্যোগে একদিনের চক্ষু পরিক্ষা শিবিরের আয়োজন করা হয়।এই পরীক্ষা বিশেষতঃ যারা মধুমেহ রোগের স্বীকার তাদের জন্য।যদিও এই শিবিরে সাধারণ মানুষেরও চক্ষু চিকিৎসা করা হয়।
আই.সি জানালেন ফরাক্কা থানায় এ ধরনের কাজ প্রথম সাধারণ মানুষের সাথে থাকার একটি প্রয়াস মাত্র।মালদহ থেকে চক্ষু বিশেষজ্ঞদের নিয়ে এসে চোখ পরীক্ষা করানো হয়।থানায় চোখ পরীক্ষা করার ব্যবস্থা করায় এলাকার মানুষ অভিভূত।
আরও পড়ুনঃ দুর্ঘটনা এড়াতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন
ফরাক্কার সন্তোষ সরকার বলেন অনেক সময় ক্লাব বা কোন সংগঠন এ ধরনের কাজ করে থানায় চক্ষু পরিক্ষা এই প্রথম।
মধুমেহ রুগী কাশী চক্রবর্তী জানালেন তিনি তার চোখ পরীক্ষা করালেন তার চোখের অবস্থা ভালো না থাকায় মালদহ মেডিক্যাল কলেজে চোখের চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন।আই.সি এর এই উদ্যোগকে ফরাক্কার মানুষ সাধুবাদ জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584